Nandigram: শুভেন্দু গড়ে সমবায় ভোটে সবুজ আবির উড়তেই রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম
রানিচক ৪৫ আসন বিশিষ্ট সমবায় সমিতি। গতকাল থেকেই এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা ছিল। বচসা-মারপিট, হাতাহাতি সব মিলিয়ে পরিস্থিতি ছিল তপ্ত। সংঘর্ষে মোট ৯ জন আহত হন। এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল। আর এই দখল ধরে রাখাই ছিল তৃণমূলের কাছে চ্য়ালেঞ্জ।

নন্দীগ্রাম: শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। আর সবুজ আবির উড়তেই রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। ২৭-১৮ ভোটে জয়ী তৃণমূল। আর ফল ঘোষণার পরই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের বিশাল বাহিনী।
নন্দীগ্রাম ২-এর রানিচক ৪৫ আসন বিশিষ্ট সমবায় সমিতি। মোট ভোটার ১ হাজার ৪০ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮০ জন প্রার্থী। বিজেপি প্রার্থী দিতে পারে ৪০ টি আসনে। বাকি ৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। শনিবার থেকেই এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা ছিল। বচসা-মারপিট, হাতাহাতি সব মিলিয়ে পরিস্থিতি ছিল তপ্ত। সংঘর্ষে মোট ৯ জন আহত হন। শুভেন্দু গড়ে এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল। আর এই দখল ধরে রাখাই ছিল তৃণমূলের কাছে চ্য়ালেঞ্জ। ফলঘোষণার পর শেষ জয়ের হাসি হাসল তৃণমূল। ৪৫টি আসনের মধ্যে ২৭টি পেয়েছে তৃণমূল। বাকি ১৮টি আসনে জয় হয়েছে বিজেপির।
রবিবার বেলার দিকে ফল ঘোষণা হয়। আর তারপরই দুপক্ষের স্লোগান চড়তে থাকে। একদিকে ‘জয় বাংলা’ স্লোগান, অন্যদিকে, ‘জয় শ্রী রাম’! স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হতে থাকে পরিস্থিতি। দুপক্ষের কর্মী সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যান। আবারও সংঘর্ষের বাঁধে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ।
এই প্রথম নয়, ঠিক এক সপ্তাহ আগেই শুভেন্দু গড়ে আমদাবাদ সমবায় সমিতির নির্বাচনে হার হয় বিজেপি। ৭ দিনের ব্যবধানে পরপর দুটো সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল। এলাকার রাজনীতিকরা বলছেন, এর জন্য তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-ম্যাজিক কাজ করেছে। ছাব্বিশের নির্বাচেন হটসিট নন্দীগ্রাম। একুশের নির্বাচনে যেখানে খোদ মুখ্যমন্ত্রী প্রার্থী হয়েছিলেন, তাঁর বিরুদ্ধে লড়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা! সেই নন্দীগ্রাম এবারও পাখির চোখ। বিধানসভা ভোটের মাস কয়েক আগে এই জয় স্বাভাবিকভাবেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও মতে, অভিষেকের হাত ধরে শুভেন্দু গড়ে ‘সেবাশ্রয়ে’র প্রবেশ জয়ের রাস্তা মসৃণ করেছে।
অন্যদিকে, তারকেশ্বরে ‘পিয়াসাড়া স্টেশনপট্টি সমবায়’ নির্বাচনেও ভোট চলাকালীন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ভোট গ্ৰহন কেন্দ্রের আশেপাশে ১৬৩ নং ধারা জারি থাকায় দু পক্ষকেই সরিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
