AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-Cong: আসন্ন বিধানসভা ভোটে জোট বাঁধবে কংগ্রেস-তৃণমূল? কী বলছে দিল্লির সমীকরণ?

West Bengal Election: গত বাদল অধিবেশনে SIR এবং বাঙালিদের উপর আক্রমনের প্রতিবাদের ইস্যুতে কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে সরব হয়েছে তৃণমূল। এরইমধ্যে এবারও সংসদে একজোট হয়ে SIR নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধীরা। বিজেপি সূত্রে খবর, এই দাবি কোনওভাবেই মানতে নারাজ সরকার পক্ষ।

TMC-Cong: আসন্ন বিধানসভা ভোটে জোট বাঁধবে কংগ্রেস-তৃণমূল? কী বলছে দিল্লির সমীকরণ?
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Nov 30, 2025 | 1:18 PM
Share

নয়া দিল্লি: লোকসভা ভোটে একইসঙ্গে ছিল ইন্ডিয়া জোটে। তারপর গঙ্গা আর যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দুই দলের সম্পর্কের সমীকরণে এসেছে কত শত বদল। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে কি জোট বাঁধবে কংগ্রেস-তৃণমূল? জোট না হলেও সমঝোতা কি হবে? ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে ইঙ্গিত স্পষ্ট হবে সংসদে শীতকালীন অধিবেশনে বিরোধীবৃত্তে তৃণমূলের অবস্থানেই। সোমবার সকাল দশটায় নিজের অফিসে ইন্ডিয়া জোটের ফ্লোর লিডারদের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তৃণমূল এই বৈঠকে যোগ দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 

সূত্রের খবর, বিহার বিপর্যয়ের পর জাতীয় রাজনীতিতে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ফের আপত্তি তুলতে পারে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বাংলায় কাছাকাছি আসার সম্ভাবনা ঘিরেও তৈরি হবে ধোঁয়াশা। আবার সংসদে SIR নিয়ে ঝড় তোলার ইস্যুতে আরজেডি, বাম, ডিএমকে-র মতো একইসঙ্গে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস এবং তৃণমূলও। কিন্তু কংগ্রেসের সঙ্গে এ বিষয়ে ফ্লোর কো-অর্ডিনেশন বা যৌথ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, গত বাদল অধিবেশনে SIR এবং বাঙালিদের উপর আক্রমনের প্রতিবাদের ইস্যুতে কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে সরব হয়েছে তৃণমূল। এরইমধ্যে এবারও সংসদে একজোট হয়ে SIR নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধীরা। বিজেপি সূত্রে খবর, এই দাবি কোনওভাবেই মানতে নারাজ সরকার পক্ষ। এবার সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ১ ডিসেম্বর থেকে। তার আগে ৩০ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সেখানেই বা কংগ্রেস-তৃণমূলের সম্পর্কের রসায়ন কেমন থাকে সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে বাংলায় আবার আলাদা করে বামেরা কংগ্রেসের হাত ধরবে কিনা তাও নিশ্চিত হয়নি। ভোটের আগে জল এখন কোনদিকে গড়ায় সেটাই দেখার।