AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noida Woman Killed For Dowry: ‘বাবা মায়ের শরীরে কি একটা ঢেলে দিল…’, খুদে ছেলের বয়ানে চাঞ্চল্য

Noida Woman Killed For Dowry: বৃহস্পতিবার রাতেও চলেছে সেই অত্যাচার। যার দু'টি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রথম ভিডিয়োয় দেখা গিয়েছে, মৃত নিক্কিকে চুলে মুঠি ধরে নির্মম ভাবে মারধর করছেন অভিযুক্ত স্বামী বিপিন। তার সঙ্গে সঙ্গ দিতে দেখা গিয়েছে এক মহিলাকেও।

Noida Woman Killed For Dowry: 'বাবা মায়ের শরীরে কি একটা ঢেলে দিল...', খুদে ছেলের বয়ানে চাঞ্চল্য
পণ নিল প্রাণImage Credit: X
| Updated on: Aug 23, 2025 | 9:54 PM
Share

নয়াদিল্লি: টানা ৯ বছর। মুখ বন্ধ রেখে শুধুই সহ্য করেছেন অত্য়াচার। সবশেষে, সেই অত্য়াচারের তীব্রতা এতটাই বাড়ল যে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল গৃহবধূকে। ঘটনা উত্তরপ্রদেশের নয়ডার। সেখানে সিরসা গ্রামে ২০১৬ সালে বিয়ে হয়েছিল মৃত নিক্কির। মাস কয়েকের মাথায় সেই একই পরিবারে বিয়ে হয় তাঁর বোন কাঞ্চনেরও।

শনিবার দিদির মৃত্যুর পর সংবাদমাধ্য়মকে তিনি জানিয়েছেন, বিয়ের ছয় মাসের মাথা থেকেই শুরু হয় অত্যাচার। আর তা যে শুধু দিদি পর্যন্ত সীমিত থেকেছে এমনটা নয়। ৩৬ লক্ষ টাকা পণ চাওয়া হয়েছিল নিক্কির পরিবারের থেকে। কিন্তু তার বাবা এত টাকা দিতে না পারায় তাঁর উপর দিন প্রতিদিন অত্য়াচার চালাত অভিযুক্ত স্বামী বিপিন।

গত বৃহস্পতিবার রাতেও চলেছে সেই অত্যাচার। যার দু’টি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রথম ভিডিয়োয় দেখা গিয়েছে, মৃত নিক্কিকে চুলে মুঠি ধরে নির্মম ভাবে মারধর করছেন অভিযুক্ত স্বামী বিপিন। তার সঙ্গে সঙ্গ দিতে দেখা গিয়েছে এক মহিলাকেও। অবশ্য়, তিনি কে তা জানা সম্ভব হয়নি। দ্বিতীয় ভিডিয়োটিতে দেখা যায়, আগুনে দগ্ধ শরীর নিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যান ওই মহিলা। গোটা শরীর প্রায় পুড়ে ছাই। অজ্ঞাত পরিচয়ের একজন আবার দূর থেকে তার শরীরে জল ছেটাচ্ছেন।

ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেরা করা হচ্ছে তার শ্বশুরবাড়ির লোকজনকেও। পুলিশ সূত্রে খবর, মৃত মায়ের কথা জিজ্ঞাসা করতে তার খুদে ছেলে বলেন, ‘বাবা মায়ের শরীরে কিছু একটা ঢেলে দিয়েছিল। তারপর আগুন জ্বালিয়ে দেয়।’