৩ ডোজ়ের ভ্যাকসিন, আগামী সপ্তাহেই অনুমোদনের আবেদন করতে পারে ক্যাডিলা
সরকারি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য একেবারে প্রস্তুত।
নয়া দিল্লি: দেশে এখন অনুমোদিত করোনা প্রতিষেধকের সংখ্যা ৩। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-র পর দেশে চতুর্থ অনুমোদিত করোনা প্রতিষেধক হতে পারে জাইডাস-ক্যাডিলার (Zydus Cadilla) জাইকোভ ডি। আগামী সপ্তাহেই অনুমোদনের জন্য আবেদন করবে জাইডাস ক্যাডিলা। এমনটাই সূত্রের খবর। অনুমোদন পেলে বিশ্বের প্রথম ডিএনএ করোনা ভ্যাকসিন হতে চলেছে জাইকোভ-ডি।
সরকারি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য একেবারে প্রস্তুত। তারা আগামী সপ্তাহেই আপদকালীন অনুমোদনের জন্য আবেদন করবে। দেশে প্রাপ্তবয়স্ক ছাড়াও শিশুদের ওপর ট্রায়াল চালিয়েছে জাইডাস। সূত্র মারফত জানা গিয়েছে, সংস্থা বিশ্বাস করে আগামী সপ্তাহে ডিসিজিআইর হাতে তুলে দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে থাকবে।
জাইডাস ক্যাডিলা ডিএনএ প্লাজমা বেসড ৩ ডোজ়ের ভ্যাকসিন। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষিত থাকে জাইকোভ-ডি। এই প্রতিষেধকের গবেষণায় সাহায্য করেছে জাতীয় বায়োফার্মা কমিশন। ডিপার্টমেন্ট অব বায়োটেকনলজি থেকে অনুমোদন পেয়ছে এই প্রতিষেধক। জাইডাস ক্যাডিলা ছাড়াও চলতি বছরে দেশে একাধিক ভ্যাকসিন অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে তালিকায় নাম রয়েছে বায়োলজিকাল ই-র কোর্বেভ্যাক্স ও নভোভ্যাক্সের কোভাভ্যাক্স।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দাপুটে ভ্যারিয়েন্ট হওয়ার পথে ডেল্টা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা