AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিমানে যেন ফাঁড়া চলছে! মাঝ আকাশে পৌঁছতেই ‘খেল দেখানো’ শুরু, ১৮০ জন যাত্রীর সঙ্গে যা হল…

Flight Technical Glitch: কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। রানওয়ে থেকে ফিরে আসে বিমান।বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আগরতলাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে আসে বিমান।

বিমানে যেন ফাঁড়া চলছে! মাঝ আকাশে পৌঁছতেই 'খেল দেখানো' শুরু, ১৮০ জন যাত্রীর সঙ্গে যা হল...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 1:14 PM
Share

নয়া দিল্লি: বিমানের সমস্যা যেন মিটছেই না। একের পর এক বিমানে গোলযোগ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানেই সমস্যা দেখা দিয়েছে। অনেক ফ্লাইট বাতিল করা হচ্ছে। মাঝ আকাশেও বিপত্তি থামছে না। একই দিনে একাধিক বিমান যান্ত্রিক সমস্যার মুখে পড়ল।

দিল্লি থেকে লেহ গামী ইন্ডিগোর 6E 2006 বিমান যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে। বিমানে ১৮০ জন যাত্রী ও ক্রু ছিলেন। লেহ-র উদ্দেশে রওনা দিতেই বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গেই বিমান ঘুরিয়ে দিল্লিতে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। কোনও যাত্রী আহত হননি বলেই খবর। তবে ইন্ডিগোর তরফে এখনও জানানো হয়নি যে কী গোলযোগ হয়েছিল।

অন্যদিকে, স্পাইসজেটের হায়দরাবাদ থেকে তিরুপতিগামী বিমানেও যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিমান টেক অফের ১০ মিনিটেক মধ্যেই সমস্যা শুরু হয়। সুরক্ষাবশত বিমানটি ঘুরিয়ে ফের হায়দরাবাদেই অবতরণ করা হয়। ওই বিমানে ৮০ জন যাত্রী ছিলেন।

এদিকে, কলকাতা বিমানবন্দরেও দুটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারল না। আজ, বৃহস্পতিবার ভোর ৬ টা ৫৫ মিনিটে ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে শিলচরের উদ্দেশে রওনা দেবার জন্য ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাওয়ার পথে ঘটে বিপত্তি, পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করে।  বিমানটিকে ফের ট্যাক্সি বে ৪৮ এ পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।  বিমানে প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীরা অপেক্ষা করার পর, যান্ত্রিক ত্রুটি মেরামতির পরে সেই বিমানটি শিলচরের উদ্দেশে রওনা দেয়।

কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। রানওয়ে থেকে ফিরে আসে বিমান।বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আগরতলাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে আসে বিমান। আগরতলা উদ্দেশে 6E6068 ইন্ডিগো বিমান যাত্রী নিয়ে আগরতলার রানওয়ে দিকে এগোনোর সময়, পাইলট এটিসি কে জানায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে এটিসির সবুজ সংকেত দেওয়ার পরে রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে বে-তে আনা হয়। পরে বিমানটি যাত্রীদেরকে নিয়ে রওনা দেয় আগরতলার উদ্দেশে।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং একের পর এক বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ২০ জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত  আন্তর্জাতিক ফ্লাইট ১৫ শতাংশ বন্ধের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার।