ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল নবান্ন, কী কী সুবিধা পেতে পারেন সরকারি কর্মীরা?

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 03, 2021 | 7:02 PM

6th Pay Commission: শনিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ দফতরের মুখ্যসচিব মনোজ পন্ত।

ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল নবান্ন, কী কী সুবিধা পেতে পারেন সরকারি কর্মীরা?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বিজ্ঞপ্তি জারি করে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও ৩ মাসের জন্য বৃদ্ধি করল রাজ্য সরকার। শনিবার নবান্নের অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, গত ১ জুলাই, বৃহস্পতিবার থেকে এই মেয়াদ বৃদ্ধি পেয়েছে।  আগামী ৩ মাসের জন্য যা কার্যকর হবে। উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৭ নভেম্বর রাজ্যে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। শনিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ দফতরের মুখ্যসচিব মনোজ পন্ত।

এর আগেও দফায় দফায় মোট ৫ বার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বেড়েছিল। এই নিয়ে ষষ্ঠবার বাড়ল রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। যদিও এর ফলে রাজ্য সরকারি কর্মীদের বেতন পরিকাঠামোয় কোনও বদল আসবে না। বরং কর্মচারীদের অন্যান্য সুযোগ-সুবিধার দিকগুলি খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে। এ ছাড়াও কোন দফতরে আরও কত কর্মী লাগবে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। কর্মচারীদের অবসর পরবর্তী সুযোগ-সুবিধার বিষয়টিও প্রাধান্য পাবে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

আরও পড়ুন: না চাইতেই অ্যাকাউন্টে ২৫ হাজার! ‘রূপশ্রী’ প্রকল্পে বিবাহিত মহিলারাও পাচ্ছেন টাকা, নেপথ্য কারা?

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন এই কমিটির সুপারিশ মেনে গত বছর থেকেই বর্ধিত হারে বেতন পেতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মীরা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোরে সরকারি কর্মীদের এক সভায় রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো গত বছর থেকেই বর্ধিত হারে বেতন পেতে শুরু করেন রাজ্যের সরকারি কর্মীরা।

আরও পড়ুন: ‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসকের কান ঝালাপালা করে দিন’, বিজেপির ক্লাসরুমে নির্দেশ ‘স্যর’ শুভেন্দুর

 

TV9 EXCLUSIVE

 

 

Next Article