৭ জনের মৃত্যুর আশঙ্কা! বিধ্বংসী আগুনে আটকে পড়েছেন দমকলকর্মীরা
সুজিত বসু

৭ জনের মৃত্যুর আশঙ্কা! বিধ্বংসী আগুনে আটকে পড়েছেন দমকলকর্মীরা

সুমন মহাপাত্র |

Mar 08, 2021 | 11:19 PM

সূত্রের খবর, কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

কলকাতা:  ঘটনাস্থলে এসেই দমকল মন্ত্রী জানিয়েছিলেন, পাঁচ-ছয় জনের মৃত্যু হয়ে থাকতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। সূত্রের খবর, কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১ জন লিফট কর্মী, দুজন রেল কর্মী ও বাকিরা দমকল কর্মী।বড়বাজারে ফের অগ্নিকাণ্ড (Fire)। বড়বাজারের (Burrabazar) ১৪ নম্বর স্ট্যান্ড রোডের একটি বহুতলে আগুন লেগেছে। বহুতলের ১৩ তলায় একটি অফিস ঘরে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন। বর্তমানে দমকলের যাতায়াতের সুবিধার্তে স্ট্র্যান্ড রোড বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের দফতরে ওই আগুন লাগে।

Published on: Mar 08, 2021 11:17 PM