Abhishek Banerjee: বদল আসতে পারে তৃণমূলের অন্দরে? অভিষেকের বৈঠকে তেমনই ইঙ্গিত
TMC MP Abhishek Banerjee: লোকসভা ভোটের আগে বারেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন পারফর্ম্যান্সের দিকে। বারেবারে জেলাস্তরের কর্মীদের বলেছিলেন, কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

কলকাতা: জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূল সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল স্তরের তৃণমূল নেতাদের বার্তা অভিষেকের। ইতিমধ্যেই কোচবিহার জেলার নেতাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তৃণমূল তৃণমূল সাংসদ। দুপুর দু’টো থেকে বৈঠকে বসেছেন আলিপুরদুয়ার জেলার প্রতিনিধিদের সঙ্গে।
লোকসভা ভোটের আগে বারেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন পারফর্ম্যান্সের দিকে। বারেবারে জেলাস্তরের কর্মীদের বলেছিলেন, কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ছাব্বিশের ভোটের আগেও একই বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দিয়েছেন বলে খবর সূত্রের। ব্লক সভাপতি বদলের ক্ষেত্রে পারফর্ম্যান্সকেই প্রাধান্য দেওয়া হবে বৈঠকে বার্তা অভিষেকের।
গত লোকসভা ভোটে কোচবিহাল তৃণমূল দখল করলেও, দেখা গিয়েছে ছয় ৬ পুর এলাকায় ভোটের ফল খারাপ। কেন তেমনটা হল? তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন। একই সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে,শহরাঞ্চলের ব্লকে সভাপতি পদে আসতে পারে বদল। ব্লক সভাপতি তালিকা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন, দলের অন্দরের গোষ্ঠী কোন্দল নিয়েও সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যে কোনও ধরনের কোন্দল মেটাতে দু’দিন করে বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, বস্তুত, আজ দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। সংসদে তৃণমূল সাংসদদের কী করণীয়,কী কী ইস্যুতে সরব হবেন তাঁরা তা নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

