AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek on SIR: ‘পরিকল্পনাহীন SIR, ৩৫ জনকে হারাতে হয়েছে’, ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের

Abhishek Banerjee meeting: আগেও বৈঠক করে এসআইআর নিয়ে টাস্ক দিয়েছিলেন অভিষেক। এদিনও জেলার নেতাদের পারফর্ম্যান্সে নজর দেন তিনি। জানা যাচ্ছে, মতুয়াগড়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এছাড়া এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আরও একবার ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, "পরিকল্পনাহীন এসআইআর।"

Abhishek on SIR: 'পরিকল্পনাহীন SIR, ৩৫ জনকে হারাতে হয়েছে', ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের
ভার্চুয়াল বৈঠকে অভিষেকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2025 | 11:33 AM
Share

প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট

কলকাতা: “রাজ্যের সঙ্গে কথা না বলেই এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে। এই প্রক্রিয়া পরিকল্পনাহীন।” দলীয় নেতাদের নিয়ে বৈঠকে এমনই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতা থেকে জনপ্রতিনিধি মিলিয়ে সোমবার প্রায় ২৪ হাজার জনকে নিয়ে বৈঠক করেন অভিষেক। এসআইআর নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি জেলার নেতাদের পারফর্ম্যান্স নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এর আগেও বৈঠক করে এসআইআর নিয়ে টাস্ক দিয়েছিলেন অভিষেক। এদিনও জেলার নেতাদের পারফর্ম্যান্সে নজর দেন তিনি। জানা যাচ্ছে, মতুয়াগড়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এছাড়া এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আরও একবার ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, “পরিকল্পনাহীন এসআইআর। ৩৫ জনকে হারাতে হয়েছে শুধুমাত্র বিজেপির দম্ভের কারণে। রাজ্য সরকারের সঙ্গে কোনও কথা না বলেই এসআইআর করা হচ্ছে। এসআইআর যে বাংলা বিরোধী, তা প্রমাণিত।”

এদিন বিকেল ৪টে থেকে শুরু হয় বৈঠক। শুরুতেই বক্তব্য রাখেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন অসহযোগিতা করছে। তাঁর দাবি, তৃণমূল বিএলএ-র জন্য ১০০ শতাংশ বুথে নাম দেওয়া সত্ত্বেও কমিশন বলছে, তৃণমূল ৬৫ শতাংশ বুথে নাম দিয়েছে। কোথাও কোথাও বিএলএ-রা উদ্ধত হয়ে পড়ছে বলে দাবি করে সুব্রত বক্সী বার্তা দেন, তা করলে চলবেনা। বোঝাতে হবে যে তৃণমূল সাধারণ মানুষের পাশে আছে। তৃণমূল বিভিন্ন জায়গায় ওয়ার রুম তৈরি করেছে, সেটা ব্য়বহার করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছেন অভিষেক। বলেছেন, “কাউকে পছন্দ নাও থাকতে পারে । প্রতীক দেখে লড়াই করুন।” এসআইআর পর্বে পারফরমেন্সের ওপর নির্ভর করবে পদ থাকবে কী না। হুমায়ূন কবীর , মনোজ তিওয়ারি , মনোরঞ্জন ব্যাপারী , কাঞ্চন মল্লিকদের অবিলম্বে যাওয়ার নির্দেশ।

এদিকে, মঙ্গলবার রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রতিবাদে আবারও পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় মিছিল করবেন তিনি। সভাও করবেন সেখানে। এর আগে মমতা ও অভিষেক দুজনেই একসঙ্গে পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন।