Arijit Singh : শো বাতিল বিতর্কের মধ্যেই প্রিয় গানের তালিকা নিয়ে টুইট, অরিজিতের সুরে মাতেন অভিষেকও
Arijit Singh : কলকাতার ইকো পার্কে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। বুধবারই এ ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার মধ্যেই অভিষেকের পোস্ট ঘিরে শুরু চর্চা।
কলকাতা: অরিজিৎ সিংয়ের শো-বিতর্কের মাঝেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ঘিরে শুরু জোর চর্চা। নিজের পছন্দের গানের যে প্লে-লিস্ট পোস্ট করছেন অভিষেক তাতে দেখা যাচ্ছে অরিজিৎ সিংয়ের চারটি গান রয়েছে। আছে ‘বেশরম রং’ গানটি। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার এই গানটি নিয়েও বিস্তর বিতর্ক হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata Film Festival )হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ জানিয়েছিলেন একটি গান গাওয়ার জন্য। যা নিয়ে শুরু হয় বিতর্ক। মুখ্যমন্ত্রীর অনুরোধের পর ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে। তারপরেই গান “রং দে তু মোহে গেরুয়া” গানটি। যা নিয়ে তৈরি হয়ে যায় বিতর্ক।
এদিকে কলকাতার ইকো পার্কে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। বুধবারই এ ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে এই কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু, জি-২০ বৈঠক রয়েছে ওই সময়। সে কারণেই এই কনসার্ট বাতিল করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেট। অরিজিতের কনসার্ট বাতিল হতেই তা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। বিজেপির প্রশ্ন, এই গান গাওয়ার জন্যই কী সরকারের চক্ষুশূল হয়েছেন অরিজিৎ? সে কারণেই কী বাতিল কনসার্ট? এরইমধ্যে অভিষেকের এই পোস্ট ঘিরেও শুরু হয়েছে চর্চা।
MUSIC MAKES THE WORLD A BETTER PLACE. This year has been an enlightening experience for me with these marvellous melodies being a part of it!
Here’s what I’ve been listening to this year – MY FAVOURITE SONGS OF 2022. Hope you enjoy it as much as I did! https://t.co/szY9Ua6y6Q pic.twitter.com/v0IoDuO3Yf
— Abhishek Banerjee (@abhishekaitc) December 29, 2022
অভিষেক যে টুইট করেছেন তাতে অন্যান্য গায়ক-গায়িকাদের সঙ্গে অরিজিৎ সিংয়ের আটাক গায়া, অবশেষে, কেশারিয়া, ও বেশরম রং গানগুলি রয়েছে। এরমধ্যে শাহরুখ খান, দীপিকা পাডুকোন অভিনীত ছবি পাঠানের ‘বেশরম রং’ গানটি নিয়েই বিতর্কের সূত্রপাত হয়েছিল। গানের একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং নিয়ে আপত্তি উঠেছিল বিভিন্ন মহলে। ইতিমধ্যেই ওই গান ও ছবিতে কিছু কাটছাঁট করার জন্য ছবির নির্মাতাদের কাছে নির্দেশও চলে গিয়েছে সেন্সর বোর্ডের। অভিষেকের টুইট নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।