Durga Puja 2021: বিসর্জন চলাকালীই দুর্ঘটনা বাজা কদমতলা ঘাটে! প্রতিমার ট্রলার থেকে হুড়মুড়িয়ে মাটিতে ঠিকাকর্মী

Baja Kadamtala Ghat: বিষাদের সুরে রবিবারও মাতৃমূর্তি নিরঞ্জন হয় শহরের একাধিক বারোয়ারি পুজোর।

Durga Puja 2021: বিসর্জন চলাকালীই দুর্ঘটনা বাজা কদমতলা ঘাটে! প্রতিমার ট্রলার থেকে হুড়মুড়িয়ে মাটিতে ঠিকাকর্মী
বিসর্জন চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে বাজা কদমতলা ঘাটে। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 12:53 AM

কলকাতা: দ্বাদশীতেও শহরের বিভিন্ন ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন (Durga Puja 2021) চলে। কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে অত্যন্ত সুষ্ঠু ভাবে প্রতিমা নিরঞ্জন চলছে গত তিনদিন ধরে। তবে এরই মধ্যে রবিবার সন্ধ্যায় আচমকাই দুর্ঘটনা ঘটে বাজা কদমতলা ঘাটে। প্রতিমা নামানোর সময় এক ঠিকা কর্মী পড়ে গিয়ে গুরুতর জখম হন।

এদিন ঠাকুর নামানোর সময় বিপত্তি ঘটে বাজা কদমতলা ঘাটে। ট্রেলার থেকে প্রতিমা নামানোর সময় এক ঠিকা কর্মী পড়ে গুরুতর জখম হন। মাথায় এবং পায়ে তাঁর গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত অ্যাম্বুলেন্স ওই ঠিকা কর্মীকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ট্রেলারের উপরে রাখা প্রতিমার একেবারে মাথার কাছাকাছি উঠে পড়েছিলেন ওই ঠিকাকর্মী। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। প্রথমে ট্রেলারের উপর পড়েন, সেখান থেকে গড়িয়ে পড়েন মাটিতে। তাঁর পা ভেঙে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্বাদশীর সকালে আরও একটি ঘটনা ঘটে এই বাজা কদমতলা ঘাটেই। এই ঘাটে রবিবার সকালে একটি দেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করা হয়। আরও একটি দেহ উদ্ধার হয় কাশীপুর ঘাটে। সেই দেহটিও নিয়ে যাওয়া হয় বাজা কদমতলা ঘাটে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, দুর্গাপুজোর বিসর্জনের সময় কোনওভাবে গঙ্গায় নেমে তলিয়ে যেতে পারেন ওই দুই ব্যক্তি। জলে থাকার কারণে শরীর ফুলে উঠেছে, সাদা হয়ে গিয়েছে।

তবে দুর্যোগের শহরেও সবরকম কড়া নিরাপত্তা ব্যবস্থার বলয়েই শহরের নামজাদা পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিরঞ্জনপর্ব সেরেছে। শহরতলীরও একাধিক মণ্ডপ থেকে প্রতিমা আনা হয় বাজা কদমতলা ঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাটে। রাত যত বেড়েছে, প্রতিমাও এসেছে। সন্ধ্যা থেকে দুর্যোগের কারণে অনেক মণ্ডপ থেকেই প্রতিমা বের করা সম্ভব হয়নি। ফলে গভীর রাত পর্যন্ত নিরঞ্জন চলেছে।

এদিন দিনভর বাজে কদমতলা ঘাটে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার জানান, “এবার আমাদের পে লোডার, ডাম্পার অনেক বেশি আনা হয়েছে। ক্রেনও বাড়ানো হয়েছে। কোথাও কোনও ময়লা জমতে দেওয়া হয়নি। অন্যদিকে ভাসানের সময় জোয়ার থাকায় কাঠামোগুলি তুলতে খুব সুবিধা হয়েছে। কলকাতার যতগুলি ঘাট আছে সর্বত্র এক ব্যবস্থা। প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গেই তা তুলে নেওয়া হচ্ছে।”

তিথি মতে দশমী পেরিয়েছে দু’দিন আগেই। তবে উমাকে বিদায় জানানোর পালা এখনও অব্যাহত। বিষাদের সুরে রবিবারও মাতৃমূর্তি নিরঞ্জন হয় শহরের একাধিক বারোয়ারি পুজোর। চেতলা অগ্রণী থেকে টালা প্রত্যয়। নাকতলা উদয়ন থেকে রাজডাঙা নব উদয় সংঘ। দ্বাদশীতে কলকাতার একাধিক বড় পুজোর প্রতিমা নিরঞ্জন হয়েছে। পুলিশ থেকে শুরু করে রেসকিউ টিম, লাইফ সেভিং বোট থেকে জেট স্কি। মোতায়েন করা হয়েছে বিশেষ ভাবে প্রশিক্ষিত ডিএমজি ডুবুরির টিমও।

আরও পড়ুন: BJP Leader Murder: বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা বিজেপি যুব মোর্চার জেলা সহ-সভাপতি