কলকাতা: কলকাতায় শুরু হয়ে গেল প্রাচীনতম বিজ্ঞান মেলা। আচার্য সত্যেন্দ্রনাথ বসুর স্মরণেই বছর বছর ধরে শহরের বুকে আয়োজিত হয়ে আসছে এই মেলা। আগামিকাল অর্থাৎ ২২ জানুয়ারি উদ্বোধন হবে এই বিজ্ঞান মেলার। চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।
প্রতিবছরই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তরফে প্রাচীনতম এই আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। স্কটিশ চার্চ কলেজের বিপরীতে হেদুয়া পার্কে আয়োজন হয়েছে মেলার। চলতি বছরে ২৬ তম বর্ষে পা দিতে চলেছে এই বিজ্ঞান মেলা।
চলবে একাধিক প্রতিযোগিতাও
প্রত্যেকবারের মতো বিজ্ঞান মেলায় আয়োজন হয়েছে বেশ কিছু প্রতিযোগিতার। অংশগ্রহণ করতে পারবেন কারা? মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মূলত সেই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। পাশাপাশি, চলবে আন্তঃ বিদ্যালয় ও আন্তঃ মহাবিদ্যালয় মডেল প্রতিযোগিতা। থাকবে অঙ্ক প্রতিযোগিতা, ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতা মতো একাধিক কার্যকলাপ।
আর ২৬ তম আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মূল আকর্ষণ কিন্তু বৈজ্ঞানিক কোনও জিনিসপত্র নয়। বরং ফুলের প্রদর্শনী। মেলায় এবার সকলের নজর কাড়তে থাকবে দেশি-বিদেশি বাহার। অবশ্য, স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় ছাড়াও এই মেলায় অংশগ্রহণ করতে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি বিভিন্ন গবেষণা সংস্থাগুলিও।
উল্লেখ্য, মেলা কর্তৃপক্ষের দাবি, সারা দেশজুড়ে যখন যুক্তিবাদ, বিজ্ঞান এবং পরিবেশ-প্রকৃতির উপর সংগঠিত এবং পরিকল্পিত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তখন আগামী প্রজন্মের সামনে এই মেলা আহ্বান জানাচ্ছে ‘যুক্তি মননের’। এবার এই বিজ্ঞান মেলার থিমই হল, “বিশ্বাসে নয়, যুক্তিতে মন। হব আমরা পরিবেশ চেতন।”
যুক্তিবাদ ও বিজ্ঞানমনষ্কতাকে রক্ষা করার, জনবিজ্ঞানকে প্রসারিত করা এবং পরিবেশ সচেতনতাকে উৎসাহিত করার এক অদম্য প্রয়াস এই বিজ্ঞান মেলা, দাবি মেলা কর্তৃপক্ষের।