Trinamool Congress: ‘ওল্ড ইজ গোল্ড’ই তবে শেষ কথা? ফেব্রুয়ারির ‘ইন্ডোর’ বৈঠকেই চূড়ান্ত রদবদল?

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

Jan 21, 2025 | 2:00 PM

Trinamool Congress: কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে দলে প্রাধান্য বেড়েছে প্রবীণদের। সম্প্রতি কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও প্রবীণ নেতা অখিল গিরির নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে দল।

Trinamool Congress: ‘ওল্ড ইজ গোল্ড’ই তবে শেষ কথা? ফেব্রুয়ারির ‘ইন্ডোর’ বৈঠকেই চূড়ান্ত রদবদল?
কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: রদবদলের ইঙ্গিত মিলেছে একাধিকবার। কিন্তু, বাস্তবের মাটিতে এখনও তার প্রতিফলন দেখতে পাওয়া যায়নি জানুয়ারি মাস তো শেষ হতে চলল, রদবদল কবে হবে? তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে রদবদল নিয়ে চর্চা। সম্প্রতি এই জল্পনা আরও একবার উস্কে দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সেবাশ্রয় প্রকল্প চালু করার দিন ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে অভিষেক কার্যত জোর দিয়েই বলেছিলেন রদবদল হবেই। 

তারপর থেকে দলে চলছে জোরদার আলোচনা। রদবদল তো হবে, কিন্তু তা হবে কোন ফর্মুলায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফর্মেন্স তত্ত্বে নাকি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা? তা নিয়েই এখন জোর চর্চা ঘাসফুল শিবিরের অন্দরে। এরইমধ্যে আবার নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিগত কয়েক মাসে চরম অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। প্রকাশ্য়েই একে অপরের বিরোধিতা করতে দেখা গিয়েছে অনেক পরিচিত নেতাকেই।    

এরইমধ্যে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে দলে প্রাধান্য বেড়েছে প্রবীণদের। সম্প্রতি কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও প্রবীণ নেতা অখিল গিরির নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে দল। প্রবীণ নেতা সুব্রত বক্সির প্যানেলকে প্রাধান্য দিয়েছেন খোদ দলনেত্রী। বার্তা স্পষ্ট। ওল্ড ইজ গোল্ড। প্রবীণ নেতৃত্বেই প্রাধান্য। কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে যেভাবে প্রাধান্য পেলেন অখিল গিরি তাতে আগামীতে সংগঠন এবং মন্ত্রিসভাতেও তাঁকে স্বমহিমায় দেখা যায় কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও একটা রদবদল আসতে চলেছে, তা নিয়েও চর্চা সর্বত্র। শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে কর্মী সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকেই কি তবে গুরুত্বপূর্ণ বদল আনতে পারেন দলনেত্রী? চলছে জোরদার চর্চা। 

Next Article