Bratya Basu: এ বছর হচ্ছে না কেন্দ্রীয় পোর্টালে ভর্তি, উপাচার্যদের সঙ্গে বৈঠকে কেন এই সিদ্ধান্ত ব্রাত্যর?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 28, 2022 | 8:17 PM

Bratya Basu: অনলাইনে কীভাবে হবে ভর্তি প্রক্রিয়া তার রূপরেখাও কিছুদিন আগে সামনে এসেছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২ জুন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Bratya Basu: এ বছর হচ্ছে না কেন্দ্রীয় পোর্টালে ভর্তি, উপাচার্যদের সঙ্গে বৈঠকে কেন এই সিদ্ধান্ত ব্রাত্যর?

Follow Us

কলকাতা: কথা ছিল কেন্দ্রীয় পোর্টালের পথচলা শুরু হবে এ বছরেই। মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিলতেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। ভর্তি প্রক্রিয়া দুর্নীতি ঠেকাতে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছিল সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়কে(College-University)। কিন্তু, মমতার অনুমতি মেলার পরেও এ বছর চালু হচ্ছে না কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া। মঙ্গলবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Minister of Education Bratya Basu)। যা নিয়েই শিক্ষা মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। 

এদিন উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন, “৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক ছিল। সেখানেই তাঁরা জানান কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির যে সিস্টেম তা সড়গড় হতে তাঁদের আরও ৫-৬ মাস সময় লাগবে। কিন্তু, দেখা যাচ্ছে সিবিএসই, আইসিএসই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সহ সবারই রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এমতাবস্থায় উপাচার্যরা যখন অসুবিধা আছে বলে বলছেন তখন এটা এখনই চালু করা যাবে না। আরও মাস ৫-৬ সময় লাগা মানে এটা পরবর্তী শিক্ষাবর্ষে চলে যাওয়া। এ বছরটা যেহেতু কোভিডের পর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন সিস্টেমে অসুবিধা হলে এ বছরটা হবে না। সামনের বছর থেকে আমরা চালু করব। আমরা মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এগিয়েছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। তাই এ বছর চালু করা যাচ্ছে না।”

এদিকে অনলাইনে কীভাবে হবে ভর্তি প্রক্রিয়া তার রূপরেখাও কিছুদিন আগে সামনে এসেছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২ জুন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এতদিন কোনও নির্দিষ্ট কলেজে আবেদন করতে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হত ইচ্ছুক পড়ুয়াদের। কিন্তু, নতুন নিয়ম চালু হলে আবেদন করতে হত কলেজটি যে বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। এরপর বিশ্ববিদ্য়ালয় ভিত্তিক প্রতি বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই মেধাতালিকা অনুযায়ী কলেজ পছন্দ করার সুযোগ পেতেন পড়ুয়ারা। সেই প্রক্রিয়া এ বছর চালু হচ্ছে না। বহাল থাকছে পুরনো প্রক্রিয়া।