Chhau Dance: বাংলা ভাষার পরে এবার ছৌ নাচকে ধ্রুপদী তকমা? বাংলার সাংসদের প্রশ্নে কী জানাল কেন্দ্র
Chhau Dance: বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য থাকা সত্ত্বেও কেন ছৌ কে ধ্রুপদী নাচের মর্যাদা দেওয়া হয়নি। তার উত্তরে কী জানাল কেন্দ্র?

কলকাতা: বাংলা ভাষার পরে এবার ছৌ নাচকে ধ্রুপদী তকমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে বিজেপি। এই বিষয় নিয়ে দলে আলোচনা হয়েছে। লোকসভায় আগামী বাজেটে অধিবেশনে এই বিষয়টি উত্থাপন করতে চলেছেন বিজেপির এক সাংসদ। সরাসরি ছৌ নাচ নিয়ে দিল্লিতে দরবার করতে চলছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। খবর এসেছিল জানুয়ারির শেষেই। এবার সংসদে এ নিয়ে উত্তর দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
সূত্রের খবর, বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য থাকা সত্ত্বেও কেন ছৌ কে ধ্রুপদী নাচের মর্যাদা দেওয়া হয়নি। বৃহস্পতিবার এ বিষয়ে লিখিত জবাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। সেখানে অবশ্য ধ্রুপদী মর্যাদা ছৌ নাচকে দেওয়া হবে কি না স্পষ্ট করেনি মন্ত্রক।
লিখিত জবাবে মন্ত্রক বলছে, এটা সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা একটি সংস্থা যা কি না স্বশাসিত সেই সঙ্গীত নাটক অ্যাকাডেমি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে ছৌ নাচ-সহ বিভিন্ন পরম্পরাগত শিল্পকলার সংরক্ষণ ও প্রসারে ভারত সরকার যে অঙ্গীকারবদ্ধ সে কথাও আলাদা উল্লেখ করা হয়েছে ওই জবাবে। কোথায় এই বিষয়ে কতটা কি কি প্রশিক্ষণ দিচ্ছে তার বিস্তারিত তথ্যও দিয়েছে মন্ত্রক।
