Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইডি চার্জশিটে নাম আসার পরই আগেভাগে আত্মসমর্পণ, জামিন মঞ্জুর কুণালের

Saradha Chit Fundh Scam Kunal Ghosh: ২০ সেপ্টেম্বর কোর্টে আসার জন্য সমন পাঠানো হয়। কিন্তু বৃহস্পতিবারই তিনি সিবিআই-এর স্পেশাল কোর্টে এসে আত্মসমর্পণ করেন।

ইডি চার্জশিটে নাম আসার পরই আগেভাগে আত্মসমর্পণ, জামিন মঞ্জুর কুণালের
ত্রিপুরায় কুণাল (ফাইল ছবি-PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 3:48 PM

কলকাতা: দিন দশেক আগেই সারদা (Saradha Chit Fund Scam) মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছিল ইডি (ED)। সেখানে নাম ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। বিষ্যুদবার সেই মামলায় জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। ব্যক্তিগত ২০ হাজার টাকার সিবিআই-এর বিশেষ আদালতে আজ তাঁর জামিন মঞ্জুর হয়। কুণালকে তদন্তে সহযোগিতা করতে হবে, এই শর্তেই তাঁকে জামিন দেয় আদালত।

সারদা নিয়ে ২ সপ্তাহ আগেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। সেখানে নাম ছিল কুণাল ঘোষের পাশাপাশি আরেক সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের। কুণালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, একটি সংবাদ মাধ্যমের দায়িত্বে থাকাকালীন তিনি টাকা নয়ছয় করেছেন। এই মামলাতেই ২০ সেপ্টেম্বর কোর্টে আসার জন্য সমন পাঠানো হয়। কিন্তু বৃহস্পতিবারই তিনি সিবিআই-এর স্পেশাল কোর্টে এসে আত্মসমর্পণ করেন।

আদালতে জমা দেওয়া চার্জশিটে ইডি কুণালকে ফের একবার ‘প্রভাবশালী’ তকমা দেয়। কেন্দ্রীয় আর্থিক তছরুপ তদন্তকারী সংস্থা চার্জশিটে জানায়, এটি জনসাধারণের টাকা। তাই কুণালরা বাইরে থাকলে সমস্যা হতে পারে। কুণালের জামিনেরও বিরোধিতা করে ইডি। পাল্টা হাইকোর্টের নির্দেশে কুণালের আইনজীবী উল্লেখ করেন, তিনি পরিচিত মুখ। কোথায় পালবেন! যেহেতু কুণাল নিজে এসে সহযোগিতা করেছেন, তাই এ দিন তাঁর জামিন মঞ্জুর করে আদালত।

ইডি-র চার্জশিটে কুণাল ঘোষের ‘স্ট্র্যাটেজি মিডিয়া’ সংস্থার নাম রয়েছে বলে খবর। একই ভাবে সুমন চট্টোপাধ্যায়ের ২ টি সংস্থার নামও সেখানে উল্লেখ করা হয়। ইডি-র ভাষায় এই সাপ্লিমেন্টারি চার্জশিটকে প্রসিকিউশন কমপ্লেনও বলা হয়ে থাকে। বিচারক ইডি-র সেই প্রসিকিউশন কমপ্লেন গ্রহণ করেন। এরপরই ইডি-র পক্ষ থেকে চার্জশিটে নাম থাকা ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন জানানো হয়েছে। সেই মতোই আদালতে এ বার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। ফলে চিটফান্ড মামলার জল এখন কোনদিকে গড়ায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।

যদিও চার্জশিটে যে দু’জনের নাম রয়েছে, তাঁরা ইতিমধ্যেই গ্রেফতার হয়ে বেশ কয়েকবছর কারাবাসে বন্দিদশা কাটিয়ে ফেলেছেন। আপাতত দু’জনেই জেলের বাইরে। প্রাক্তন রাজ্য়সভার সাংসদ কুণাল ঘোষ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। মাসদুয়েক আগেই রাজ্যের সাধারণ সম্পাদক পদও পেয়েছেন। পাশাপাশি সংবাদ জগতের সঙ্গেও নিজেকে জুড়ে রেখেছেন। অপরদিকে, বিশিষ্ট তথা বর্ষীয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় আর সাংবাদিকতার জীবনে ফিরে আসেননি। তিনি একান্তেই নিজের অবসর যাপন করছেন।

আরও পড়ুন: চার মাস পর ছেলে ফিরল সাদা কাপড়ে মুড়ে, থেকে থেকেই জ্ঞান হারাচ্ছেন মা

ই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চালালেও সারদার কর্ণধার সুদীপ্ত সেনের জীবন অবশ্য পুরোপুরি বদলে গিয়েছে। সম্প্রতি তাঁর আইনজীবী জানিয়েছেন, সুদীপ্ত সেন একাধিক মামলায় জামিন পেলেও ব্যক্তিগত বন্ডে ৩০ হাজার টাকা জমা করার মতো আর্থিক সামর্থ্যও তাঁর আর নেই। যে কারণে জামিন পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন: কে যোগ্য, কে অযোগ্য জানতে ১৫ হাজার শিক্ষকের পূর্ণ তালিকা চাইল কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: বিশ্লেষণ: লড়াই সবে শুরু তালিবানের! বন্দুকের নলে ক্ষমতা মিললেও পারবে কি ধরে রাখতে?