AIIMS Kalyani: এইমস-মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, মামলা খারিজ হাইকোর্টে

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Aug 05, 2024 | 3:13 PM

Calcutta High Court: ২০২২ সালে প্রথম এ সংক্রান্ত অভিযোগ সামনে আসে। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার ভূমিকা উল্লেখ করে অভিযোগ তোলা হয়। পরে মুর্শিদাবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। সিআইডি তদন্ত শুরু করে।

AIIMS Kalyani: এইমস-মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, মামলা খারিজ হাইকোর্টে
এইমসে নিয়োগ মামলায় স্বস্তি বিজেপির।

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানা, বঙ্কিমচন্দ্র ঘোষদের। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি বিজেপি নেতাদের। কল্যাণী এইমস হাসপাতালে কেন্দ্রের শাসকদলের প্রভাবশালীদের আত্মীয়স্বজনদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ দায়ের হয়। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও তাঁর মেয়ে, বঙ্কিম ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই মামলা খারিজের আবেদন করে হাইকোর্টে পাল্টা মামলা হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি অজয়কুমার গুপ্ত মামলা খারিজ করলেন। যুক্তি, কোনও জনপ্রতিনিধি ও সরকারি অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা শুরু করতে হলে সংশ্লিষ্ট সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনও অনুমোদন না নিয়েই পুলিশ ওই ধারায় মামলা শুরু করায় মামলা খারিজ করা হয়েছে।

২০২২ সালে প্রথম এ সংক্রান্ত অভিযোগ সামনে আসে। চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার ভূমিকা উল্লেখ করে অভিযোগ তোলা হয়। পরে মুর্শিদাবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। সিআইডি তদন্ত শুরু করে।

নীলাদ্রিশেখর দানার মেয়ের পাশাপাশি চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, যোগ্যতার ভিত্তিতে নয়, প্রভাব খাটিয়ে নিয়োগ কল্যাণী এইমসে নিয়োগ করা হয়েছে। বঙ্কিম ঘোষ প্রভাব খাটিয়ে তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিধায়কের পুত্রবধূকেও তলব করে সিআইডি। পরপর দু’বার নোটিস দেওয়া হয় সিআইডির তরফে।

Next Article