Kolkata Metro: এশিয়ার বৃহত্তম ‘আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন’ কলকাতায়! পাতালপথেই ঢুকতে হবে বিমানবন্দরে, কেমন হবে
Kolkata Metro: এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছতে আর কোনও অসুবিধা হবে না। নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে থাকবে মোট ৪টি স্টেশন। সেগুলি হল- নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও জয় হিন্দ বিমানবন্দর।
কলকাতা: ট্যাক্সি ধরে দৌড়নোর দরকার নেই, মেট্রোয় আরামেই পৌঁছে যাওয়া হবে কলকাতা বিমানবন্দরে। অনেকদিনের এই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে। স্টেশন প্রস্তুত, ট্রেনের ট্রায়াল রানও করে ফেলেছে মেট্রো। এবার শুধু সময়ের অপেক্ষা। আর বিমানবন্দরের সেই মেট্রো স্টেশন হল এশিয়ার অন্যতম বড় স্টেশন। পাতালপথে বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে এই মেট্রো স্টেশন।
জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে ১৮০ মিটার দৈর্ঘ্যের ৫টি প্লাটফর্ম থাকবে। এই বিমানবন্দরের মোট এলাকা ১৪৬৪৫ বর্গমিটার। যশোর রোডকে জয় হিন্দ বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করবে এই স্টেশন।
একটি পাতালপথে ঢুকতে হবে বিমানবন্দরে। তার দৈর্ঘ্য ২৭০ মিটার এবং প্রস্থ ১৩ মিটার। এই পাতালপথের তিনটি গেট আছে। পার্কিং এলাকা থেকে আসা যাত্রীরাও একটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। যাত্রীদের সুবিধার জন্য ৯০ মিটার দৈর্ঘ্যের পাতাল পথ থাকবে। ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে হবে সংযোগ স্থাপন।
নোয়াপাড়া স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনে সফল ট্রায়াল রান হয়েছে শুক্রবার। এটি মোট ৭.০৪ কিমি পথ।