Pakistan: আকাশে ‘জার্ব-এ-হায়দারি’ শুরু করল পাকিস্তান, উড়ছে মার্কিন যুদ্ধবিমান F-16
Pakistan: ইতিমধ্যেই ভারতও তাদের মহড়ায় সুখোই ও রাফালের শক্তি প্রদর্শন করেছিল। পাল্টা ফাইটার জেট নামিয়ে তারই উত্তর খুঁজছে ইসলামাবাদ। এদিকে, LoC-তে টানা পাঁচদিন ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা।

কলকাতা: পহেলগাঁও হামলার পর প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব বাণিজ্যিক এয়ারস্পেস। উড়ছে না কোনও যাত্রীবাহী বিমান। হাই অ্যালার্ট ইসলামাবাদে। ভারতের প্রত্যাঘাতের ভয় থরথর করে কাঁপছে পাকিস্তান। সূত্রের খবর, ইতিমধ্যেই সব বায়ুসেনা ঘাঁটি সক্রিয় করে ফেলা হয়েছে। শুরু হয়ে গেল তিনদিনের পাক বায়ুসেনার যুদ্ধ মহড়াও। যার পোশাকি নাম জার্ব-এ-হায়দারি।
সূত্রের খবর, সাদার্ন এয়ার কমান্ডের অধীনে চলছে তিনদিনের এই যুদ্ধ মহড়া। অ্যাডভান্সড কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে বাড়তি নজর থাকছে। JF-17 ও F-16 উড়ছে পাকিস্তানের এয়ারস্পেসে। ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও যে তৈরি, এই মহড়া তারই বার্তা বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।

ছবি- X
অন্যদিকে ইতিমধ্যেই ভারতও তাদের মহড়ায় সুখোই ও রাফালের শক্তি প্রদর্শন করেছিল। পাল্টা ফাইটার জেট নামিয়ে তারই উত্তর খুঁজছে ইসলামাবাদ। এদিকে, LoC-তে টানা পাঁচদিন ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। যোগ্য জবাব দিচ্ছে ভারতও। পহেলগামে হামলাকারী চার পাক জঙ্গিকে ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের আনডিজক্লোজড লোকেশনে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। অন্যদিকে রাত পোহালেই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক কমিটির বড় বৈঠক বসছে। বুধবার সকাল ১১টা থেকে সেই বৈঠক শুরু হবে বলে জানা যাচ্ছে। সেখানে কোন সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর গোটা দেশের।





