কলকাতা: অসহ্য গরম থেকে অবশেষে মিলেছে মুক্তি। বিক্ষিপ্ত বৃষ্টিপাতে অনেকটাই নেমেছে তাপমাত্রা। আগামিকালও কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ ঈদে বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। তবে উত্তর ও পশ্চিমের জেলায় বৃষ্টি হলেও ঈদের দিন দক্ষিণের বাকি জেলা শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুশির খবর চৈত্রে আর তাপপ্রবাহের আশঙ্কা নেই। ভ্যাপসা গরমের অস্বস্তি থাকতে পারে।
এ দিকে, আজ উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বলছে, আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত পারদ বাড়তে পারে।
সেখানে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে তা পয়লা বৈশাখে বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। দক্ষিণবঙ্গে মোটের উপর বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে আপাতত প্রায় সব জেলায় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দু’একটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।