HC On Bhupatinagar: NIA সমন খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে ভূপতিনগরের তৃণমূল নেতারা

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 10, 2024 | 10:29 AM

Bhupatinagar: দেড় বছর আগের বিস্ফোরণের ঘটনায় নতুন করে শিরোনামে উঠে আসে ভূপতিনগর। তদন্ত করতে গত শনিবার এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে গিয়েছিলেন। সেখানে মূলত দুই অভিযুক্ত বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করতে গিয়েছিলেন আধিকারিকরা।

HC On Bhupatinagar: NIA সমন খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে ভূপতিনগরের তৃণমূল নেতারা
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার এনআইএ-এর সমন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ৮ তৃণমূল নেতা। তাঁদের মধ্যে একজন রয়েছে মানব পাড়ুয়া। তাঁর বিরুদ্ধেও বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে নোটিস পাঠিয়ে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে রক্ষাকবচের আবেদন জানানো হয়েছে। কিন্তু তাতে হস্তক্ষেপ করেনি আদালত। এনআইএ-এর কাছে কেস ডায়েরি তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি ১৭ এপ্রিল।

প্রসঙ্গত, দেড় বছর আগের বিস্ফোরণের ঘটনায় নতুন করে শিরোনামে উঠে আসে ভূপতিনগর। তদন্ত করতে গত শনিবার এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে গিয়েছিলেন। সেখানে মূলত দুই অভিযুক্ত বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করতে গিয়েছিলেন আধিকারিকরা। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল নেতাদের গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। তাঁদের গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। পাল্টা আবার মনোব্রত জানার স্ত্রী এনআইএ-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এই বলাই মাইতি ও মনোব্রত জানাতে চার বার নোটিস পাঠিয়ে তলব করেছিল এনআইএ। কিন্তু তাঁরা হাজিরা না দেওয়াতেই গ্রেফতার।

এই উত্তেজনার মধ্যেই আবার সুবীর মাইতি, মানবকুমার পাড়ুয়া ও নবকুমার পান্ডা-সহ একাধিক তৃণমূল নেতাকে নোটিস পাঠিয়েছে। এবার তারই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল নেতৃত্ব।

Next Article