AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা কেড়েছে কাজ, ভরসন্ধ্যায় হঠাৎই কারখানায় ঢুকে মালিকের উপর হামলা

গুরুতর আহত দু'জনকে ইএম বাইপাসের (EM Bypass) ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা কেড়েছে কাজ, ভরসন্ধ্যায় হঠাৎই কারখানায় ঢুকে মালিকের উপর হামলা
নিজস্ব চিত্র।
| Updated on: Jun 20, 2021 | 7:06 AM
Share

কলকাতা: করোনার (COVID-19) জেরে মুখ থুবড়ে পড়েছে অর্থনৈতিক পরিকাঠামো। কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। হতাশা, নিরাপত্তাহীনতার ছোবল মানব জীবনে। তা থেকে কখনও কখনও বাড়ছে অপরাধপ্রবণতাও। লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কসবায় এক কারখানার মালিক-সহ তিনজনকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক ঠিকা শ্রমিকের বিরুদ্ধে।

কসবার ওই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন কাহার মোল্লা নামে ওই ব্যক্তি। অভিযোগ শনিবার সন্ধ্যায় হঠাৎই তিনি কারখানায় চড়াও হন। সঙ্গে ছিল ধারাল অস্ত্র। অভিযোগ, আচমকাই কারখানার মালিকের উপর হামলা করেন তিনি। পাশেই ছিলেন কারখানা মালিকের গাড়ির চালক শাশ্বত চক্রবর্তী ও কারখানার ম্যানেজার তুহিন দে। কাহারকে আটকাতে গেলে তাঁদের উপরও আঘাত আসে বলে অভিযোগ।

শাশ্বত চক্রবর্তীর ঘাড়ে এবং তুহিন দে-এর পিঠে গুরুতর আঘাত লাগে। তাঁদের ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই কারখানার মালিক কাহার মোল্লার নামে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।