AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: এসআইআরের মাঝে নভেম্বরেই পথে অভিষেক, যাত্রা শুরু উত্তর থেকেই

Abhishek Banerjee on SIR: শেষ লোকসভা ভোটে উত্তরে বিজেপির একাধিক শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছিল তৃণমূল। সামনে এসেছিল চমকপ্রদ ফল। দলীয় কর্মীদেরও মনোবলও অনেকটাই চাঙ্গা হয়েছিল। এদিকে সাম্প্রতিককালে এসআইআর শুরুর আগে উত্তরবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের কাছে গিয়েছিল এনআরসি-র নোটিস।

Abhishek Banerjee: এসআইআরের মাঝে নভেম্বরেই পথে অভিষেক, যাত্রা শুরু উত্তর থেকেই
অভিষেক বন্দ্য়োপাধ্যায় Image Credit: Social Media
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 9:24 PM
Share

কলকাতা: নভেম্বর মাসের শেষ সপ্তাহেই পথে নামছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শুরুতেই নজর উত্তরবঙ্গে। কোচবিহার থেকে অভিযান শুরু অভিষেকের। এসআইআর ক্যাম্প পরিদর্শন ও জনসভা করবেন অভিষেক। এখনও খাতায় কলমে ঘোষণা না হলেও সূত্রের খবর কিছুদিনের মধ্য়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে কর্মসূচির। চলতি মাসের ২৪ তারিখেই কোচবিহারে রাস্তায় দেখা যেতে পারে তৃণমূলের সেনাপতিকে। 

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। কিন্তু ভোটের আগেই রাজনীতির ময়দান গরম করেছে এসআইআর। সুর চড়িয়েই চলেছে ঘাসফুল শিবির। একজনও বৈধ ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবে না রাজ্যে শাসকদল, দলের উপরতলা থেকে নিচুতলা, সব জায়গা থেকেই শোনা গিয়েছে এ কথা। এসআইআরের ফর্ম বিলি যেদিন শুরু হয়েছিল সেদিনই রাস্তায় নামতে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে। এবার এসআইআরের মূল পর্বের মাঝে ফের রাস্তায় অভিষেক। 

এদিকে শেষ লোকসভা ভোটে উত্তরে বিজেপির একাধিক শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছিল তৃণমূল। সামনে এসেছিল চমকপ্রদ ফল। দলীয় কর্মীদেরও মনোবলও অনেকটাই চাঙ্গা হয়েছিল। এদিকে সাম্প্রতিককালে এসআইআর শুরুর আগে উত্তরবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের কাছে গিয়েছিল এনআরসি-র নোটিস। তা নিয়েও রাজনৈতিক মহলে জলঘোলা কম হয়নি। কিছুদিন আগেই আবার ভয়াবহ বন্যা দেখেছে ডুয়ার্স। তা নিয়েও তৃণমূলের তুলোধনা করেছে পদ্ম শিবির। ছুটে গিয়েছেন মমতা। সেই রেশ কাটতে না কাটতেই এসআইআর আবহে এসেছে একের পর মৃত্যুর খবর। তা নিয়ে পুরোদমে তোপ দাগাদাগি চলছেই। ইতিমধ্যে নোটবন্দীর প্রসঙ্গ টেনে এসআইআর প্রক্রিয়াকে ভোটবন্দী বলে কটাক্ষ ধেয়ে এসেছে। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “নোটবন্দির পর এরা ৩০৩ থেকে ২৪০ নেমেছে। আর এবার ভোটবন্দিতে ২৪০ থেকে ১০০-তে নামবে।” এমতাবস্থায় এবার সেনাপতি উত্তরের জনসভা থেকে কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর।