BJP: মার্চে বাংলায় আসছেন না শাহ, কারণ জানালেন সুকান্ত
BJP: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে কর্মীদের সঙ্গে বৈঠক করতে মার্চের শেষে শাহ বাংলায় আসবেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। গত রবিবার সেই জল্পনায় সিলমোহর দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি।

কলকাতা: মার্চের শেষে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বাংলায় আসছেন না। মার্চের সফর বাতিল করেছেন তিনি। শনিবার একথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইদকে সম্মান জানিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত তাঁর সফর বাতিল করেছেন বলে তিনি জানালেন।
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে কর্মীদের সঙ্গে বৈঠক করতে মার্চের শেষে শাহ বাংলায় আসবেন বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। গত রবিবার সেই জল্পনায় সিলমোহর দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। মার্চের শেষদিকে অমিত শাহ বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন। জানা গিয়েছিল, ২৯ মার্চ বাংলায় আসতে চলেছেন শাহ। ৩০ মার্চ দিনভর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে প্রকাশ্যে সভা করার কথা ছিল না।
শনিবার শাহের সফর বাতিলের কথা জানিয়ে সুকান্ত বলেন, “মার্চে অমিত শাহর বাংলা সফর বাতিল হয়েছে। ৩১ তারিখ ইদ রয়েছে। তারই সম্মানে এই সফর তিনি বাতিল করেছেন। কবে উনি আসবেন, সেটা আমরা জানিয়ে দেব। আগামিদিনে নির্বাচন রয়েছে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।”
এই খবরটিও পড়ুন




অন্যদিকে, বাংলায় বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে সুকান্ত বলেন, “বিজেপি সাংগঠনিক দল। বেশিরভাগ জেলা সভাপতি ঘোষণা করা হয়ে গিয়েছে। আর ১৮টি জেলায় সভাপতি নির্বাচন বাকি রয়েছে। খুব শীঘ্রই বাকি জেলাগুলিতে জেলা সভাপতি ঘোষণা হয়ে যাবে। তার মধ্যে প্রায় ১৪টি জেলায় সাতদিনের মধ্যে সভাপতি ঘোষণা করা হবে।”





