Anubrata Mandal: আজই এসএসকেএম থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত, তবে সিবিআই এড়ানোর ‘রক্ষাকবচ’ থাকছে এখনও

SSKM Hospital: অনুব্রত মণ্ডলকে পুরোপুরি বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনুব্রত বাবুর দু'টি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের খবর, একটি আর্টারিতে ৭০ শতাংশ এবং অন্যটিকে ৬০ শতাংশ ব্লক রয়েছে।

Anubrata Mandal: আজই এসএসকেএম থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত, তবে সিবিআই এড়ানোর 'রক্ষাকবচ' থাকছে এখনও
অনুব্রত মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 8:36 PM

সৌ র ভ দ ত্ত

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আজই ছাড়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। অর্থাৎ, হাসপাতাল থেকে ছুটি পেলেও সিবিআই হাজিরা এড়ানোর ‘রক্ষাকবচ’ নিয়েই এসএকেএমের উডবার্ন ব্লক ছাড়ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে পুরোপুরি বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনুব্রত বাবুর দু’টি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের খবর, একটি আর্টারিতে ৭০ শতাংশ এবং অন্যটিকে ৬০ শতাংশ ব্লক রয়েছে। চার সপ্তাহ পরে ফের তাঁকে আসতে হবে এস‌এসকেএমে আসতে হবে। তার আগে মায়োকার্ডিয়াল পারফিউসন ইমেজিং নামে একটি পরীক্ষা করাতে হবে অনুব্রত মণ্ডলকে। এই পরীক্ষাটি এসএসকেএম হাসপাতালে হয় না। তৃণমূল নেতার হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ কেমন রয়েছে, হৃৎপিণ্ডের মাংসপেশী ঠিক মতো কাজ করছে কি না, তা বোঝার জন্য এই পরীক্ষাটি করা অত্যন্ত জরুরি।

অর্থাৎ, এসএসকেএম হাসপাতাল সূত্রে যা জানা গিয়েছে, তাতে এখনও তাঁর সঙ্গে সিবিআই হাজিরা এড়ানোর যথেষ্ট সঙ্গত কারণ থাকছে। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বেড রেস্টেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেই হাজিরার একদিন আগেই তিনি বীরভূম থেকে কলকাতায় চলে এসেছিলেন। কলকাতায় তিনি সেদিন রাত্রিবাস করেন নিজের চিনার পার্কের ফ্ল্যাটে। এর আগেও বেশ কয়েকবার সিবিআই তাঁকে হাজিরার জন্য ডেকে পাঠিয়েছিল। কিন্তু তখন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার হাজিরার একদিন আগেই তাঁর কলকাতায় চলে আসা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছিল, তাহলে কি এবার অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেবেন… নাকি শারীরিক অসুস্থতার জন্য তিনি কলকাতায় এসেছেন। TV9 বাংলা এই দুই জল্পনার দিকই প্রথম থেকেই তুলে ধরেছিল।

এরপর ৬ এপ্রিল শেষ পর্যন্ত দেখা যায়, তাঁর গাড়ি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে ঢোকে এসএসকেএম হাসপাতালে। সেখানে দিনভর টানটান নাটকীয়তার পর শেষ পর্যন্ত উডবার্ন ব্লক ভর্তি নেওয়া হয় অনুব্রতকে। তখন থেকে উডবার্ন ওয়ার্ডেই ভর্তি রয়েছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পর অনুব্রত মণ্ডল সিবিআইয়ের থেকে সশরীরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা তাঁকে এখনও পুরোপুরি বেড রেস্টে থাকতে বলেছেন।

এদিকে বুধবার এসএসকেএমের উডবার্ন ব্লক থেকে বেরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর,  তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমের অ্যানেক্স রামরিক হাসপাতালে। সেখানে তাঁর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল।

আরও পড়ুন : UGC CUET: সিলেবাস আলাদা, অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কীভাবে সম্ভব? ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রশ্ন বাংলার উপাচার্যদের