Ashok Lahiri: ‘বাংলার ছাত্র, বিত্তবান, পরিযায়ী শ্রমিকরা কেন অন্য রাজ্যে যাচ্ছে?’ অর্থমন্ত্রীর টুইটের পাল্টা খোঁচা বিজেপি বিধায়কের
Amit Mitra: গত শুক্রবার টুইটারে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
কলকাতা: অব্যাহত টুইট যুদ্ধ। এবার অর্থনীতি নিয়ে টুইটে ‘লড়াই’ বর্ষিয়ান দুই রাজনীতিবীদের। একদিকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) অন্যদিকে অশোক লাহিড়ী (Ashok Kumar lahiri) । কয়েকদিন আগেই টুইটারে একের পর এক শিল্পপতির দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে টুইট করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বিজেপি (BJP) পরিচালিত নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। এবার সেই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা খোঁচা দিলেন বালুরঘাটের (Balurghat) বিজেপি (BJP) বিধায়ক অশোক কুমার লাহিড়ী (Ashok Kumar Lahiri)।
গতকাল দুপুরে রাজ্যের অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব,কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বিত্তবানরা নয়,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রুগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন।গত ১০ বছরে বাংলা থেকে কত বিত্তশালী,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রুগী অন্য রাজ্যে গেছেন, তার সংখ্যাও প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী।’
দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব,কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বিত্তবানরা নয়,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রুগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন।গত ১০ বছরে বাংলা থেকে কত বিত্তশালী,ছাত্র,পরিযায়ী শ্রমিক ও রুগী অন্য রাজ্যে গেছেন, তার সংখ্যাও প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী। https://t.co/ZYzgdEY3A6
— Dr. Ashok Kumar Lahiri (@ashoklahiribjp) October 23, 2021
গত শুক্রবার টুইটারে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র লিখেছিলেন, ‘গত সাত বছরে দেশ ছেড়েছেন মোট ৩৫,০০০ বিত্তশালী উদ্যোগপতি। তাঁর জমানায় এত বেশি ভারতীয় উদ্যোগপতি কেন দেশত্যাগ করেছেন?” উপদেষ্টা সংস্থা মর্গ্যান স্ট্যানলির রিপোর্ট সহ বিভিন্ন নথি তুলে ধরে টুইটে অমিত লিখেছিলেন, ‘২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত এই বিপুল সংখ্যক বিত্তবান উদ্যোগপতি ভারত ছেড়েছেন। হয়েছেন অনাবাসী ভারতীয়। যেমন, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ছেড়েছেন ২৩ হাজার জন। ঘর ছাড়ার এই দৌড়ে বিশ্বে প্রথম দেশ ভারত।’ অর্থমন্ত্রীর টুইটে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ‘২০১৯ সালে আরও ৭০০০ ও ২০২০ সালে ৫০০০ জন ভিন্ দেশে পাড়ি দিয়েছেন। তার পরেই অমিতের প্রশ্ন, ‘কেন এই ঘটনা ঘটেছে? আতঙ্কের কারণে?’ পাশাপাশি এই বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী ‘শ্বেতপত্র প্রকাশ করুন’ বলেও দাবি করেছেন বর্ষিয়ান এই রাজনীতিবীদ।
উল্লেখ্য়, বেশ কিছুদিন ধরেই অশেক লাহিড়ির দলবদল নিয়ে জল্পনা উঠিছিল রাজনীতিতে। মনে করা হচ্ছিল তৃণমূলে যেতে পারেন এই প্রবীণ রাজনীতিবীদ। মমতা সরকারে হয়ত অর্থমন্ত্রী পদেই হয়ত তাঁর জায়গা হবে। কারণ স্বাস্থ্যের কারণে আগেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন অমিত মিত্র। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে অশোক লাহিড়ী জানান, তাঁর দলত্যাগের কোনও সম্ভবনা নেই। তবে রাজ্যের প্রয়োজনে অবশ্যই আর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিতে তিনি প্রস্তুত।
আরও পড়ুন: Physical Assault: ফের লজ্জায় রাজধানী! পাড়ার লঙ্গরে খেতে গিয়ে লালসার শিকার ৬ বছরের নাবালিকা