Weather Update: প্রতীক্ষা শেষে দক্ষিণবঙ্গে বর্ষা তো এল, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

Weather Update: তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরের সব জেলাতেই থাকছে বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির বদলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৩ তারিখ পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

Weather Update: প্রতীক্ষা শেষে দক্ষিণবঙ্গে বর্ষা তো এল, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
আবহাওয়ার বড় আপডেট জেনে নিনImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 6:55 PM

কলকাতা: বেশ কিছুদিন ছিল একই জায়গায় স্থির হয়ে ছিল মৌসুমী বায়ু। অবশেষে গুটিগুটি পায়ে এগোতে শুরু করল। এদিনই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশে এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে অগ্রসর হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ঢুকেছে মৌসুমী বায়ু। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। 

দক্ষিণবঙ্গে সবে পা রাখলেও উত্তরবঙ্গে কিন্তু আগাম পা রেখে ফেলেছিল মৌসুমী বায়ু। ইতিমধ্যেই সব জেলাতেই বিরাজ করছে বর্ষা। অবশেষে বর্ষার বৃষ্টিতে ভিজতে শুরু করল দক্ষিণবঙ্গের জেলাগুলিও। হাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় স্বরূপনগরে বৃষ্টি হয়েছে ৬৮ মিলিলিটার, ক্যানিংয়ে হয়েছে ৪৪.৬ মিলিলিটার, কলকাতায় ৫.৪ মিলিলিটার। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে। 

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরের সব জেলাতেই থাকছে বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির বদলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৩ তারিখ পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। অন্যদিকে  দক্ষিণবঙ্গে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তারপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আবার বেড়ে যাবে। আপাতত কয়েকদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। তবে দক্ষিণবঙ্গের যে অংশগুলিতে একনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি সেগুলিতেও আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ঢুকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।