B.ED University: বিশ্ববিদ্যালয়ে ‘বোমাতঙ্ক’! মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ রেজিস্ট্রারের

Bomb Hoax: এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মৈত্রেয়ী ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি চিরকুট তাঁর নজরে এসেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তোপ দেগে লেখা হয়েছে, 'কলেজে এবার ফাটবে বোমা'।

B.ED University: বিশ্ববিদ্যালয়ে 'বোমাতঙ্ক'! মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ রেজিস্ট্রারের
বিশ্ববিদ্যালয়ে 'বোমাতঙ্ক'Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 8:51 PM

কলকাতা: যত কাণ্ড বাবা সাহেব আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ে। সকালেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্যদের ভূমিকা নিয়ে। কোর্ট সদস্য হয়ে কেন একাংশ আন্দোলনে সামিল হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপাচার্য। ‘থ্রেট কলের’ কথাও বলেছিলেন তিনি। আর এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মৈত্রেয়ী ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি চিরকুট তাঁর নজরে এসেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তোপ দেগে লেখা হয়েছে, ‘কলেজে এবার ফাটবে বোমা’। এই ধরনের হুমকি দেওয়া চিরকুট সম্ভব্য ‘বোমাতঙ্ক’ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

এই নিয়ে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপির কাছে নালিশ জানিয়েছেন রেজিস্ট্রার। অভিযোগ জানিয়েছেন বালিগঞ্জ থানাতেও। পাশাপাশি কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সাইবার সেল), জয়েন্ট সিপি (ক্রাইম) ও জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার)-এর কাছেও অভিযোগ জানিয়েছেন রেজিস্ট্রার।

চিঠিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে টানা বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে এই ধরনের চিরকুট ঘিরে বিশ্ববিদ্যালয় ও এখানকার কর্মী-আধিকারিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রেজিস্ট্রারের অভিযোগ, আজ সকালেও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা যখন ক্যাম্পাসে ঢুকছিলেন, তখনও তাঁদের বিক্ষোভকারীদের হুমকির মধ্যে পড়তে হয়েছিল। সেই কারণে, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও পুলিশ কর্তাদের নজরে বিষয়টি এনেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।