কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনের কোথায় কী অবস্থা, তা জানতে তৎপর বঙ্গ বিজেপি (Bengal BJP)। দলীয় সূত্রে খবর, নয়া সার্কুলার জারি করেছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন)। এই সার্কুলার পাঠানো হয়েছে সব জেলা সভাপতিকে। বিজেপির দলীয় সূত্রে খবর, মূলত সংগঠনের হাল হকিকত জানতেই এই সার্কুলার। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশেই এই সার্কুলার বলে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সব তথ্য না দিতে পারলে সেই জেলাকে দুর্বল সংগঠন হিসাবে ধরা হবে। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে আগে এই রাজ্যের সংগঠনের চেহারা কোথায় কেমন রয়েছে, তা জানার জন্যই এই নির্দেশ বলে জানা গিয়েছে।
ওই সার্কুলারে বলা হয়েছে, জেলা স্তরে সাংগঠনিক পরিকাঠামো কতটা গড়ে তোলা হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর জন্য। যতটা তথ্য দেওয়া থাকবে, ততটা সাংগঠনিক পরিকাঠামো তৈরি হয়েছে বলে ধরা হবে। জেলা স্তর, মণ্ডল স্তর ও ব্লক স্তরের সাংগঠনিক রিপোর্ট চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলা কমিটি, জেলা মোর্চা কমিটি, বিভিন্ন ডিপার্টমেন্ট ও সেলের নেতা কর্মীদের নাম-ফোন নম্বর দিতে বলা হয়েছে। মণ্ডল স্তরেও একইভাবে সংশ্লিষ্ট নেতাদের নাম ফোন নম্বর চাওয়া হয়েছে। পাশাপাশি ব্লক ও অঞ্চল সমিতির নেতা-কর্মীদের তথ্যও জানতে চাওয়া হয়েছে। জেলায় কতগুলি বুথ কমিটি তৈরি হয়েছে, সেখানে বুথ সভাপতিদের নাম, জেলায় মোট শক্তিকেন্দ্রের সংখ্যা এবং সেখানে মনোনীত প্রমূখদের নামের তালিকাও চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে শক্তিপরীক্ষার বড় মঞ্চ হল পঞ্চায়েত ভোট। বঙ্গ বিজেপির থেকে ইতিমধ্যেই লোকসভার আসনের জন্য টার্গেট স্থির করা হয়ে গিয়েছে। এবারের লোকসভা ভোটে আগের থেকেও বেশি আসন জিততে চায় বিজেপি। তার আগে পঞ্চায়েতের লড়াইয়ের জন্য প্রস্তুতি চলছে পদ্ম শিবিরে। এবার তাই পঞ্চায়েতের আগে জেলাস্তরে সাংগঠনিক পরিকাঠামোর হাল হকিকত জেনে নিচ্ছে বঙ্গ বিজেপি।