AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

First AC Local: স্বাধীনতা দিবসের আগেই বাংলা পাচ্ছে প্রথম এসি লোকাল, দিনক্ষণ জানিয়ে দিল রেল! উদ্বোধনে দুই মন্ত্রী

First AC Local: আগেই যখন খবরটা সামনে এসেছিল তখনই জানা গিয়েছিল গোটা ট্রেনই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। এমনকি মজবুতির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। সব কোচ তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে।

First AC Local: স্বাধীনতা দিবসের আগেই বাংলা পাচ্ছে প্রথম এসি লোকাল, দিনক্ষণ জানিয়ে দিল রেল! উদ্বোধনে দুই মন্ত্রী
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 6:14 PM
Share

কলকাতা: ঘোষণা হয়েছিল অনেক আগেই। অবশেষে জানা গেল দিনক্ষণ। স্বাধীনতা দিবসের আগেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের। আপাতত শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, বড়সড় কোনও রদবদল না হলে ১০ অগস্ট উদ্বোধনের দিনক্ষণ ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল পেতে চলেছে সাধারণ মানুষ। 

আগেই যখন খবরটা সামনে এসেছিল তখনই জানা গিয়েছিল গোটা ট্রেনই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। এমনকি মজবুতির দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। সব কোচ তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। এমনকী অন্যান্য লোকালের থেকে এই ট্রেনে জায়গাও অনেক বেশি থাকছে। অনেক ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন যাত্রীরা। এমনকী দূরপাল্লার ট্রেনের মতো একটি কোচের সঙ্গে আর একটি কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে। ভেস্টিবুল এরিয়া অনায়াসেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। অর্থাৎ চলন্ত ট্রেনেই এক কোচ থেকে আর এক কোচে যেতে থাকছে না কোনও সমস্যা। 

এখানেই শেষ নয়, রয়েছে আরও ফিচার। সব কোচে থাকছে অটোমেটিক স্লাইডিং ডোর। সব দরজার কন্ট্রোল থাকবে ড্রাইভারের কাছে। তাঁরাই করবেন পরিচালনা। এখইসঙ্গে থাকছে ডবল সিল করা কাচের জানালাও।  আপাতত ১২ কোচের এই লোকাল পাওয়া যাবে বলেই খবর।