Kolkata: ‘ঘেচুর’ পর মমতার মুখে শোনা গেল ‘লবডঙ্কা’, জানেন কোথা থেকে এসেছে এই শব্দ?
বাংলা কথায় আকছাড় এই লবডঙ্কা শব্দটি ব্যবহার হয়ে থাকে। মূলত, 'নামে আছে, কাজে নেই' তেমনই বিষয় বোঝাতে ব্যবহার করা হয় এটি। অর্থাৎ কাজের সময় নেই শুধু নাম কেনার জন্য থাকে। শুধুই প্রতিশ্রুতি কিন্ত কাজের কাজ কিছু নেই। কিন্তু এই শব্দের উৎপত্তি কোথা থেকে?

কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-কে আক্রমণ শানাতে গিয়ে কয়েকটি বাংলা শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে একটি হল ‘লবডঙ্কা’ ও অন্যটি ঘেচু। এই লবডঙ্কা শব্দের ইংরেজি অর্থ কী, তা মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন। সত্যিই কি লবডঙ্কার শব্দের কোনও অর্থ রয়েছে? আসুন জেনে নেওয়া যাক।
বাংলা কথায় আকছাড় এই লবডঙ্কা শব্দটি ব্যবহার হয়ে থাকে। মূলত, ‘নামে আছে, কাজে নেই’ তেমনই বিষয় বোঝাতে ব্যবহার করা হয় এটি। অর্থাৎ কাজের সময় নেই শুধু নাম কেনার জন্য থাকে। শুধুই প্রতিশ্রুতি কিন্ত কাজের কাজ কিছু নেই। কিন্তু এই শব্দের উৎপত্তি কোথা থেকে?
‘লবডঙ্কা’ সম্ভবত ‘লব’ অর্থাৎ ‘সামান্য’ আর ‘ডঙ্কা’-র মানে হল বিশাল বা বড়। যার ব্যাঙ্গাত্মক অর্থ হল খুব সামান্য বা কিছুই না। তবে বিরাজ মুখোপাধ্যায় নামে একজন ব্লগার, যদিও তাঁর একটি অন্য পরিচয় রয়েছে, তিনি একজন পুলিশ আধিকারিক। সেই বিরাজ মুখোপাধ্যায় নিজের ভ্লগে জানিয়েছেন, শব্দটি লবডঙ্কা নয় নবডঙ্কা। পূর্বে আদি কলকাতার মানুষ ‘ল’ অক্ষরকে ‘ন’ উচ্চারণ করতেন। আর ডঙ্কা এসেছে হিন্দির ডঙ্ক থেকে। নব থেকে ধীরে ধীরে লব হয়েছে। আর ডঙ্ক মানে সাপের ছোবল। সাপ ছোবলের সময় যেমন মাথা দোলোয়, তেমন বুড়ো আঙুল দোলানোর কিছু মিল আছে বলে অনেকে মনে করেছেন। দুয়ে মিলে তাই হয়েছে লবডঙ্কা।
