AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: ‘থানা আর থানা থাকবে না’, বাঁকুড়া থেকে কোন ইস্যুতে হুঙ্কার সুকান্তর?

BJP in Bengal: বাঁকুড়ার তালডাংরায় একদিন আগেই পরিবর্তন সংকল্প যাত্রা করে বিজেপি। এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ, সংকল্প যাত্রার আগের দিন অর্থাৎ সোমবার রাতে জনা চার তৃণমূল আশ্রিত দুস্কৃতী তালডাংরা বাজার থেকে পিন্টু পাল নামের এক বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

Sukanta Majumdar: ‘থানা আর থানা থাকবে না’, বাঁকুড়া থেকে কোন ইস্যুতে হুঙ্কার সুকান্তর?
সুকান্ত মজুমদারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 12:10 PM
Share

বাঁকুড়া: তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে মঞ্চ থেকে সরাসরি থানার আইসিকে হুঁশিয়ারি দিয়ে বসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। থানায় অভিযোগ না নিলে থানাকে আর থানা না রাখার হুমকি সুকান্তর। আর তারপর থেকেই ঘটনাকে ঘিরে বাঁকুড়া জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পাল্টা সুকান্ত মজুমদারকেই একহাত নিয়েছে তৃণমূল। সুর চড়িয়েছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। 

বাঁকুড়ার তালডাংরায় একদিন আগেই পরিবর্তন সংকল্প যাত্রা করে বিজেপি। এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ, সংকল্প যাত্রার আগের দিন অর্থাৎ সোমবার রাতে জনা চার তৃণমূল আশ্রিত দুস্কৃতী তালডাংরা বাজার থেকে পিন্টু পাল নামের এক বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে যেতে না পারলেও অভিযোগ টানা হ্যাঁচড়ার মাঝে তিনি মারাত্মকভাবে জখম হন। গভীর চোট লাগে ওই বিজেপি কর্মীর ডান হাতে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরা বাজারে পরিবর্তন সংকল্প সভায় আহত ওই বিজেপি কর্মীকে মঞ্চে ডেকে সরাসরি তালডাংরা থানার আইসি-কে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সভা শেষে ওই বিজেপি কর্মী থানায় অভিযোগ জানাতে যাবেন। থানা অভিযোগ না নিলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ওই থানা আর থানা থাকবে না। সুকান্ত মজুমদারের এই হুঁশিয়ারিকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়। 

আক্রান্ত বিজেপি কর্মী হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। তৃনমূল হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেছে সুকান্ত মজুমদারকে। পুলিশ জানিয়েছে আক্রান্তর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।