‘বাংলার মূল ইস্যুগুলিকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে’, এসআইআর নিয়ে তৃণমূলের তুলোধনা সুকান্তর
Sukanta on SIR: বিএলও-দের সুরক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত বলেন, “নির্বাচন কমিশনের কাজ বিএলও-দের সুরক্ষাকে নিশ্চিত করা। কোনও বিএলও যাতে হিংসার শিকার না হয়, কোনও প্রেশারে যাতে কাজ করতে না হয় সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে।”
কলকাতা: “ওদের মূল উদ্দেশ্যই হচ্ছে এসআইআর-কে সামনের দিকে তুলে এনে বাংলার মূল ইস্যুগুলিকে পিছনে ঠেলে দেওয়া।” এ ভাষাতেই তৃণমূল কংগ্রেসের তুলোধনা করতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “২৬ হাজারের চাকরি চলে যাওয়ার মতো ইস্যু থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা। চাকরি নেই, একের পর এক ধর্ষণ, নারী নিরাপত্তার ইস্যু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআরকে সামনে তোলা হচ্ছে।”
এরপরই বিএলও-দের সুরক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত বলেন, “নির্বাচন কমিশনের কাজ বিএলও-দের সুরক্ষাকে নিশ্চিত করা। কোনও বিএলও যাতে হিংসার শিকার না হয়, কোনও প্রেশারে যাতে কাজ করতে না হয় সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে।”

