AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhabanipur By-Election: মমতাকে ভোট দেওয়া ছবি ‘প্রকাশ’ করে বিপাকে শোভনদেবের ছেলে, কমিশনের দ্বারস্থ বিজেপি

Bhabanipur By-Election: কমিশনের নিয়ম অনুযায়ী, কোন প্রার্থী কাকে ভোট দিচ্ছেন, সেটা যেমন প্রকাশ্যে বলা যায় না, তেমনই ভোট কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া যায় না।

Bhabanipur By-Election: মমতাকে ভোট দেওয়া ছবি 'প্রকাশ' করে বিপাকে শোভনদেবের ছেলে, কমিশনের দ্বারস্থ বিজেপি
বিরাট বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়ন দেব চট্টোপাধ্যায়
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 3:59 PM
Share

কলকাতা: ভবানীপুরে ভোট (Bhabanipur By-Election) দিতে গিয়ে বিরাট বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) ছেলে সায়ন দেব চট্টোপাধ্যায় (Sayan Deb Chatterjee)। এ দিন তিনি ভবানীপুরে ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার একটি ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোষ্ট করা হয়। যেখানে দেখা যায় যে তিনি কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোন প্রার্থী কাকে ভোট দিচ্ছেন, সেটা যেমন প্রকাশ্যে বলা যায় না, তেমনই ভোট কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া যায় না। এ ক্ষেত্রে সব ধরনের নিয়ম মন্ত্রী-পুত্র লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি।

সায়ন দেব চট্টোপাধ্যায় যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা ভোট দেওয়ার সেই ছবি প্রকাশ করে পরে তা ডিলিট করে দিয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপি যদিও নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছে।

নির্বাচন যেমনই হোক না কেন, কে কাকে ভোট দিচ্ছেন সেটা সম্পূর্ণভাবে গোপন রাখা হয়। সেই কারণে ব্যালট বাক্স বা ইভিএমে ভোট দেওয়ার পর কাকে ভোট দেওয়া হল সেই সংক্রান্ত কোনও প্রমাণ থাকে না। কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে যেটা করেছেন, তার দ্বারা নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে বলেই অভিযোগ তুলেছে বিজেপি। সায়ন দেবের প্রোফাইল থেকে পোষ্ট করা করা এই ভিডিয়োটি নিয়েই কমিশনে নালিশ জানায় বিজেপি। রাজ্যের একজন মন্ত্রীর ছেলে এমনটা কী ভাবে করতে পারেন, সেই প্রশ্ন তুলে সায়ন দেবের শাস্তি দাবি করেছে পদ্মশিবির।

এই নিয়ে সায়ন দেবের সঙ্গে যোগাযোগ করা তিনি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। মন্ত্রী-পুত্র বলেন, “আমি নিজেই অবাক। কারণ আমরা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি। ন্যূনতম নিয়মটুকু জানি। যেখানে ভোট হয় সেখানে ফোন নিয়ে ঢোকা যায় না। ভোট দিয়ে বেরোনর অনেকক্ষণ পরে একটা ফোন আসে, বলা হয় যে আমার সোশ্যাল মিডিয়া থেকে এমন একটা ভিডিয়ো পোষ্ট করা হয়েছে। খুলে দেখি যে সেটা ডিলিট হয়ে গিয়েছে। পরে সেটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও জানতে পারি।”

আরও পড়ুন: Bhawanipore By-Election: ফিরহাদ-সুব্রত ভোটারদের প্রভাবিত করছেন, ‘রুদ্রবাণ’ রুদ্রনীলের