Bidhannagar: বিধাননগরের একাধিক জায়গায় ‘নো পার্কিং জোনেও’ চলছে অবাধে পার্কিং!

Bidhannagar: ফি পার্কিং জোন নয় এমন জায়গা থেকেও অবৈধভাবে নেওয়া হচ্ছে পার্কিং ফি। এমনকি বিধান নগর পুলিশের নো পার্কিং লেখা জায়গা থেকেও পার্কিং ফি তোলার অভিযোগ। বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Bidhannagar: বিধাননগরের একাধিক জায়গায় 'নো পার্কিং জোনেও' চলছে অবাধে পার্কিং!
বিধাননগরে নো পার্কিং Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 12:32 PM

কলকাতা: বিধাননগরে একাধিক জায়গায় অবৈধ পার্কিংয়ের অভিযোগ। এনমকি পুলিশের নো পার্কিং লেখা জায়গাতেও পার্কিং ফি নেওয়া নেওয়ার অভিযোগ।বিধাননগরের একাধিক জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য ফি নেওয়া হয়, বিধানগর পৌর নিগমের পক্ষ থেকে কয়েকটি সংস্থাকে এই কাজের টেন্ডার দেওয়া হয়েছে। অভিযোগ, ফি পার্কিং জোন নয় এমন জায়গা থেকেও অবৈধভাবে নেওয়া হচ্ছে পার্কিং ফি। এমনকি বিধান নগর পুলিশের নো পার্কিং লেখা জায়গা থেকেও পার্কিং ফি তোলার অভিযোগ। বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিধান নগরের EZCC সংলগ্ন মাঠ বাজারের উল্টো দিকের পুরো বিধান নগর পুলিশের নো পার্কিং লেখা বোর্ড লাগানো রয়েছে, তারপরেও একটি সংস্থা সেখান থেকেই পার্কিং ফি নিচ্ছে বলে অভিযোগ। বুধবার এরকমই ‘পার্কিং ফি’ নিতে আসা ব্যক্তি সরাসরি দাবি করেন স্থানীয় দলীয় ওয়ার্ড অফিস থেকে সবকিছু জেনে নিতে হবে।

যদিও সেই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাঁকে ফোন করা হয়। তিনি বিষয়টি সরাসরি এড়িয়ে যান।  ওই ট্রাভেলস সংস্থার কর্মকর্তা কেশব দত্তকে ফোন করা হলে তিনি জানান, তাঁর ম্যানেজারকে কাগজ নিয়ে পাঠাবেন। যদিও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও দেখা মেলেনি সেই সংস্থার ম্যানেজারের। বিষয়টি নিয়ে শোরগোল দানা বেঁধেছে।