Dilip Ghosh: ‘DG আমাদের কাল গল্প শোনাচ্ছিলেন’, মুর্শিদাবাদের হিংসায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দিলীপ
Dilip Ghosh: রাজ্য পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গ্রেফতারের সংখ্যা ১৫০। শনিবার গভীর রাতেও নতুন করে উত্তেজনা ছাড়ায় সামশেরগঞ্জের একাধিক প্রান্তে। হাইকোর্টের নির্দেশে নেমেছে আধা সেনা।

একদিন আগেই সাংবাদিক বৈঠক করে বারবার গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছিলেন রাজীব। দিলীপ বলছেন, “ডিজি আমাদের কাল গল্প শোনাচ্ছিলেন। লজ্জা করে না! কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার। বলছে, কিছু হয়নি। প্রতিযোগিতা চলছে মিথ্যা বলার।” এখানেই না থেমে আক্রমণের সুর আরও চড়িয়ে দিলীপ বলেন, “ওখানে উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। বিএসএফকে গুলি মেরেছে। বিএসএফের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তার আগেই হাওয়া হয়ে গিয়েছে। অকর্মন্য ডিজির কোনও কোনও ক্ষমতাই নেই। পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়ায় পাড়ায় মানুষ হাহাকার করছে। ফোন আসছে। কিন্তু কোথাও পুলিশ নেই।”
রাজ্য পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গ্রেফতারের সংখ্যা ১৫০। শনিবার গভীর রাতেও নতুন করে উত্তেজনা ছাড়ায় সামশেরগঞ্জের একাধিক পকেটে। হাইকোর্টের নির্দেশে নেমেছে আধা সেনা। চলছে টহল। মাঠে রয়েছে পুলিশ, বিএসএফ-ও। দিলীপ বলছেন, “দু’দিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদহে, মুর্শিদাবাদে। চোখের সামনে সবটা দেখেছি। পরশুদিন রাতে ঝামেলার পরে রাতে যখন আসি তখন দেখি চারদিকে আগুন জ্বলছে। পোড়া গাড়ি রাস্তায় পড়ে আছে। ভয়ঙ্কর অবস্থা। এই দৃশ্য দেখার পরেও কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামানোর জন্য।” অন্যদিকে একদিন আগেই আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব স্তর থেকই বারবার বলা হচ্ছে গুজবে কান না দেওয়ার কথা। তবে চাপানউতোর জারি রয়েছে রাজনৈতিক মহলে।
