AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘ডায়লগ কালীঘাটে দেবেন’, অভিষেকের মন্তব্য প্রসঙ্গে বাঁশ-কঞ্চির দর বোঝালেন দিলীপ

Kolkata: অভিষেকের সেই বক্তব্যের পাল্টা দেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রশ্ন তোলেন, 'উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন?'

Dilip Ghosh: 'ডায়লগ কালীঘাটে দেবেন', অভিষেকের মন্তব্য প্রসঙ্গে বাঁশ-কঞ্চির দর বোঝালেন দিলীপ
দিলীপ ঘোষ
| Edited By: | Updated on: Sep 15, 2022 | 11:45 AM
Share

কলকাতা: মঙ্গলবারের নবান্ন অভিযানের জেরে কার্যত রণক্ষেত্র কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুলিশের গাড়িতে লাগানো হয় আগুন। আক্রান্ত হন একাধিক বিজেপি কর্মী। গুরুতর জখম হন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্‍ চট্টোপাধ্যায়। তাঁকে বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতালে দেখতে যান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে বেরিয়ে এসে পুলিশের গাড়িতে আগুন লাগার প্রসঙ্গে সাংবাদিকদের জানান, ‘আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত, আমি মাথার উপরে শুট করতাম।’ অভিষেকের সেই বক্তব্যের পাল্টা দেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রশ্ন তোলেন, ‘উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন?’

কী বলেছেন দিলীপ?

নিউটাউনের ইকো পার্কে বেরিয়ে বিজেপি নেতা বলেন, ‘বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? তাহলে গুলি করার কথা বলেন কীভাবে?’ এরপর পুলিশে উদ্দেশে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ‘এই পুলিশ ভবানীপুর থানায় মেরেছিল কাকে? তখন টেবিলের তলায়, আলমারির পিছনে লুকিয়ে পরে। সিএএ-নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য। তখন টানা জাতীয় সড়কে লুঙ্গিড্যান্স দেখলাম আমরা। রেল-স্টেশন বাস জ্বালানো হল। এই পুলিশ কোথায় ছিল? আপনাদের দম জানা আছে। আজ পর্যন্ত গুলি চালিয়েছেন কোথাও? এতো লুঠপাঠ হয়েছে কারুর টিকির নাগাল পেয়েছেন? গুলি চালাবেন? এতো হিম্মত আছে? ওইসব কালীঘাটে ডায়লগ দেবেন। বাইরে আসবেন না। অনেক কিছু হয়ে যাবে।’

গতকাল অভিষেকের প্রতিক্রিয়া

কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্‍ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে দেখে আসার পর সাংবাদিকদের সামনে অভিষেক বলেন, ‘পুলিশের কাছে সহজ উপায় ছিল। পুলিশ তো কাল পারত, গুলি চালাতে। এটাই পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ধৈর্য, সংবেদনশীলতা, সংযমের পরিচয় দিয়েছে।’ অভিষেক আরও বলেন, ‘দেবজিৎ বাবুকে বললাম, আমি আপনাকে স্যালুট জানাই, আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত, আমি মাথার উপরে শ্যুট করতাম।’