AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP meeting: বিধানসভায় শুভেন্দুর ঘরে বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধন্দ, অগ্নিমিত্রাদের সঙ্গে বৈঠক

BJP meeting: গত বছরই যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) পদে নিয়োগ করা হয়েছে তাঁকে।

BJP meeting: বিধানসভায় শুভেন্দুর ঘরে বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধন্দ, অগ্নিমিত্রাদের সঙ্গে বৈঠক
সতীশ ধন্দ
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 11:37 PM
Share

কলকাতা : বাংলার দায়িত্ব পেলেও সেভাবে জনসমক্ষে আসতে দেখা যায় না বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধন্দকে (Satish Dhand)। মূলত অন্দরে থেকে সংগঠন সামলানোই তাঁর কাজ। সেই নেতাই বৃহস্পতিবার আচমকা হাজির হলেন বিধানসভায়। বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকও করেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে বৈঠক করেন তিনি। ছিলেন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, অম্বিকা রায়। পরে সেখানে যান অশোক লাহিড়ী। বেশ কিছুক্ষণ বৈঠক হয় সেখানে। তবে কী নিয়ে কথাবার্তা হয়, তা স্পষ্ট নয়। বেরিয়ে কেউ এ ব্যাপারে মুখ খুলতে চাননি। সতীশ ধন্দকে এর আগে কখনও বিধানসভায় যেতে দেখা যায়নি। তাই তাঁর উপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা।

গোয়ায় নির্বাচনে বিজেপির সাফল্যের ক্ষেত্রে সতীশ ধন্দ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর সাংগঠনিক দক্ষতাকেই বঙ্গ বিজেপিতে কাজে লাগাতে দিল্লির নেতৃত্ব পাঠিয়েছে তাঁকে। গত বছরই দায়িত্ব পান তিনি। বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গেই বঙ্গ বিজেপির সংগঠনের দায়িত্ব সামলান সতীশ ধন্দ। অমিতাভ চক্রবর্তীর সহকারী হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁকে নিযুক্ত করেন ২০২২-এ। সতীশ ধন্দ এর আগে গোয়ায় বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। সেখানে জয় এনে দিয়েছিলেন তিনি।

আপাতত ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচন আর ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা পাখির চোখ বিজেপির। সে কারণে সংগঠনে যাতে কোনও সমস্যা না থাকে, সে দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। বর্তমানে বিধানসভায় অধিবেশন চলছে। বিরোধীরা বিভিন্ন ইস্যুতে বিধানসভা কক্ষে বক্তব্য পেশ করছেন। তারই মধ্যে সতীশের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।