Sukanta Majumdar: ‘বান্দে মে কুছ তো বাত হ্যায়’, কুণালকে ‘নবজাতকের’ ক্ষমতা বুঝিয়ে দিলেন সুকান্ত

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 23, 2025 | 3:49 PM

Sukanta Majumdar: শুধু তাই নয়, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুণাল ঘোষের প্রশংসার জবাবও দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি। বলেছেন, "কুণাল ঘোষের কথাকে পজিটিভ অর্থে নিচ্ছি...।" এই কথার মধ্যেও যে কটাক্ষ রয়েছে, তাই মনে করছেন রাজনীতির কারবারিরা।

Sukanta Majumdar: বান্দে মে কুছ তো বাত হ্যায়, কুণালকে নবজাতকের ক্ষমতা বুঝিয়ে দিলেন সুকান্ত
সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের বিরোধী দল বিজেপি-র দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রের প্রতিমন্ত্রীও বটে।  সেই সুকান্তক মজুমদারকেই বুধবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, ‘রাজনীতির নবজাতক’। বিষয়টি নিজেই জানিয়েছেন সুকান্ত। বৃহস্পতিবার এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। কড়ায়-গণ্ডায় হিসাব কষে বুঝিয়েছেন কাকে-কাকে, কতবার তিনি হারিয়েছেন। শুধু তাই নয়, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুণাল ঘোষের প্রশংসার জবাবও দিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি। বলেছেন, “কুণাল ঘোষের কথাকে পজিটিভ অর্থে নিচ্ছি…।” এই কথার মধ্যেও যে কটাক্ষ রয়েছে, তাই মনে করছেন রাজনীতির কারবারিরা।

সুকান্ত এ দিন নিজের বক্তব্য বলতে গিয়ে পদে-পদে কার্যত বিঁধেছেন কুণালকে। পোড় খাওয়া তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে যে লোকসভা ভোটে তিনি হারিয়েছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কুল থেকে শুভেন্দু এসেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। বস্তুত, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘ব্যস্ততম’ নেতা বলেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক তার পরই শুভেন্দুর প্রশংসা ঝরে পড়েছিল শাসক দলের নেতা কুণাল ঘোষের গলায়। তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছিলেন, “যেহেতু শুভেন্দু মমতার স্কুলের ছাত্র, ভাল স্কুলের তো একটা ছাপ থাকে! দেখতে হবে কোন স্কুলে অভিজ্ঞতাটা হয়েছে…।”

এ দিন, সুকান্ত বলেছেন যে, তাঁর নিজের বয়স পঁয়তাল্লিশ। আর বিপ্লব মিত্র তত বছর রাজনীতিতে কাজ করেছেন। উনিও (বিপ্লব মিত্র) শুভেন্দুবাবুর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। ওঁর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়- দেব নিজে এসেছেন প্রচারে। তাঁরপরও  জেতেননি। সুকান্ত বলেন, “বিজেপির নবজাতকের যদি এতটা পাওয়ার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল নিয়ে প্রশ্ন ওঠে। বিপ্লব মিত্রকে শ্রদ্ধা করি। ৪৫ বছর রাজনীতি করেছেন। তারপরও তিনি জেতেননি। তাহলে বান্দে মে কুছ দম হ্যায়…।” একই সঙ্গে তিনি কুণালের উদ্দেশ্যে বলেছেন, “বাইশ বছর সংগঠনে কাজ করেছি। ওঁর মতো সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসিনি।”

Next Article