Suvendu SAdhikari: ‘সরকারি টাকা নয়ছয় করছে শাসক দল’, ক্যাগ অডিটের দাবি তুললেন শুভেন্দু
BJP Leader Suvendu Adhikari Claims Of CAG audit: "এত টাকা তিনি দিয়ে গেলেন, প্রথমে দু লাখ পরে তিন লাখ... কিন্তু যে পারপাসে টাকা দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ৫০ শতাংশ টাকা তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা, বিধায়করা ক্লাবের নাম করে তুলে নিয়েছেন''।
কলকাতা: বিশ্ববাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোমবার কলকাতার পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর এদিনই সাংবাদিক বৈঠক করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিশানা করলেন রাজ্যের শাসক দলকেছ। তিনি অভিযোগ করেন, ক্লাবগুলোকে ‘দান-খয়রাতির নামে’ সরকারি টাকা নয়ছয় করা হচ্ছে। আর এর জন্য সিএজি (CAG) তদন্তের দাবি করলেন বিজেপি বিধায়ক। এদিকে এর পাল্টা দিয়েছে তৃণমূল। শাসক দলের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, আগে প্রমাণ দিন শুভেন্দু।
সোমবার শুভেন্দু অধিকারীর বক্তব্য, “অপজিশন লিডার (বিরোধী নেতা) হিসাবে আমি প্রধানমন্ত্রীকে লিখব যেভাবে দান খয়রাতি করা হচ্ছে রিটায়ার্ড লোকদের। উনি (পড়ুন মুখ্যমন্ত্রী) যেভাবে রিটায়ার্ড লোকদের যেভাবে অ্যাপয়েন্ট করছেন… প্রাক্তন মুখ্যসচিব থেকে শুরু করে… গর্ভমেন্টের টাকা থেকে এগুলো করা যায় না”।
শুভেন্দু আরও যোগ করেন, “এত টাকা তিনি দিয়ে গেলেন, প্রথমে দু লাখ পরে তিন লাখ… কিন্তু যে পারপাসে টাকা দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ৫০ শতাংশ টাকা তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা, বিধায়করা ক্লাবের নাম করে তুলে নিয়েছেন। এই বিশাল পরিমাণ টাকার ক্যাগ অডিট হওয়ার দরকার আছে”।
শুভেন্দু অধিকারীর আরও দাবি, এই ‘দান-খয়রাতির’ পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি। বলেন, এই অর্থ ঠিক কোথায় গিয়েছে তার সিইজি অডিট হওয়া অবশ্যই দরকারি। আর এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখছেন বলে জানান।
এদিকে শুভেন্দুর এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রমাণ দাবি করেছেন। তাঁর কটাক্ষ, আগে উনি (শুভেন্দু অধিকারী) যে ক’বছর এমএলএ ছিলেন (তৃণমূলের) সেটা দেখুন। তিনি অভিযোগ করবেন, তার আগে তিনি নিজে তার প্রমাণ দিন। তার মানে উনি স্বীকার করছেন যে ওঁনার আমলে যা দেওয়া হয়েছে, তারওঅডিট হয়নি। তো ওগুলো করান।”
এদিকে এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চার লক্ষ কোটি টাকার উপর কেন্দ্রীয় সরকার তুলেছে… শুধু গ্যাস, পেট্রোল আর ডিজেল থেকে। আজকের ডিজেল না থা কলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবে কোথা থেকে? ডিজেল দিয়েই চাষ করে। একবার ভাবছে না”। মমতা আরও যোগ করেন, “নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের তো দেয়ই না। আমাদের টিকা দেয় না তো টাকা দেবে”।
আরও পড়ুন: Mamata Banerjee: পুজোর ১৫ দিন আগে থেকে ঝগড়া করতেন, সুব্রত দাকে মিস করছি: শোকবিহ্বল মমতা
আরও পড়ুন: KIFF : সিনেপ্রেমীদের জন্য সুখবর, ঘোষিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ