Mamata Banerjee: পুজোর ১৫ দিন আগে থেকে ঝগড়া করতেন, সুব্রত দাকে মিস করছি: শোকবিহ্বল মমতা

Subrata Mukherjee: সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর শেষ যাত্রাতেও সামিল হননি মমতা।

Mamata Banerjee: পুজোর ১৫ দিন আগে থেকে ঝগড়া করতেন, সুব্রত দাকে মিস করছি: শোকবিহ্বল মমতা
বিশ্ববাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 6:45 PM

কলকাতা : বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর গত বৃহস্পতিবার প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তিনি শুধু রাজ্যের মন্ত্রী ছিলেন, তাই নয়, রাজনৈতিক ক্ষেত্রে মমতার সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের। এক সময় মমতার হাত ছেড়েছিলেন তিনি। কিন্তু পরে আবার ফিরে আসেন। তাই সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হন মমতা। আজ বিশ্ববাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বারবার তাই সুব্রত দার কথাই মনে পড়ল মমতার। শুধু নেতা কিংবা মন্ত্রীই নন, শহরের অন্যতম বড় পুজো একডালিয়া এভারগ্রিনের উদ্যোক্তাও ছিলেন তিনি। তাই এ দিনের অনুষ্ঠানে শহরের পুজো উদ্যোক্তাদের মাঝে দাঁড়িয়ে মমতা বললেন, ‘আজ সুব্রত দা-কে সবথেকে বেশি মিস করছি।’

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘এই অনুষ্ঠানে আর কেউ আসুক না আসুক সুব্রত দা সবসময় আসতেন। সুব্রত দার মৃত্যুর খবর শুনে আমার প্রথমেই মনে হয়েছে, এবার এভারগ্রিন কার হাতে। চিরকাল যিনি এভারগ্রিন, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন।’

একডালিয়া এভারগ্রিনের পুজোর উদ্যোক্তা ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সাবেকি পুজো করার জন্য জনপ্রিয় ওই পুজো। এবারও ধুমধাম করে সেই পুজো হয়েছে সুব্রতর উদ্যোগে। এদিন স্মৃতি হাতড়ে মমতা বলেন, ‘আমার সঙ্গে পুজোর ১৫ দিন আগে থেকে ঝগড়া হত। বলতেন, কবে সময় দিবি, আর বলতেন স্তোত্রটা একবার বলে দিস। আমি জিজ্ঞেস করতাম সুব্রত দা থিম করেন না কেন বলতেন, আমি সাবেকি পুজো করি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই জানি জন্মালে মৃত্যু হবেই। কিন্তু সুব্রত দার যাওয়ার বয়স হয়নি, সময়ও হয়নি। ভাল থাকতে থাকতে হঠাৎ করেই চলে গেলেন। আমরা তাই মেনে নিতে পারছি না।’

বৃহস্পতিবার সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্য়ুর খব শুনেই বাড়ির কালী পুজো ছেড়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখান থেকে বেরিয়েই বলেছিলেন, সুব্রত দা-র মৃতদেহ তাঁর পক্ষে দেখা সম্ভব নয়। তাই বাড়ি চলে যান তিনি। শেষ যাত্রাতেও যেতে পারেনি। সারাদিন অন্তরালে থেকে গোটা প্রক্রিয়ার দেখাশোনা করেন তিনি।

আজ বিধানসভায় তাঁর স্মৃতিচারণাতেও যোগ দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা ভালো, ‘সুব্রতদা’র’ স্মৃতিচারণায় অংশ নেননি ‘বোন’ মমতা। আজ, সোমবার যে সময় বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় নস্ট্যালজিক হয়ে পড়তে দেখা গিয়েছে সহযোদ্ধা পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের। তখনই খবর পাওয়া যায় নবান্নে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাত্ ‘দাদা’র স্মৃতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে  মমতা নিজেকে ব্যস্ত রাখলেন কাজেই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বেদনাহত। তিনি  আজও আসতে পারেননি।” পরে ওই অনুষ্ঠানে গিয়ে স্মৃতিচারণা করলেন মমতা।

আরও পড়ুন : Mamata Banerjee: বিদ্যাসাগর, রামমোহন চিন্তা করেছিলেন, কার্যকর আমাদের সরকার করেছে: মমতা