KIFF : সিনেপ্রেমীদের জন্য সুখবর, ঘোষিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ

Kolkata International Film Festival: গতবছরের মতো এই বছরও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিন্নভাবে আয়োজিত হতে পারে চলচ্চিত্র উৎসব।

KIFF : সিনেপ্রেমীদের জন্য সুখবর, ঘোষিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ
ঘোষিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 10:59 PM

কলকাতা: সিনেমা প্রেমীদের জন্য সুখবর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন। আগামী বছরের শুরুতেই আয়োজিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুরু হবে ৭ জানুয়ারি। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। আজ মিষ্টিকাতে বিজয়া সম্মেলনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

গতবছরের মতো এই বছরও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিন্নভাবে আয়োজিত হতে পারে চলচ্চিত্র উৎসব। উল্লেখ্য, গতবছর জানুয়ারির দিকে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা গিয়েছিল বটে, কিন্তু করোনার ভয়ে একেবারে চলে যায়নি। তাই প্রতিবারের মতো নেতাজি ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকেনি বাংলা। তারকাদের চাঁদের হাটের বদলে অনেকটা ছিমছাম করেই উদ্বোধন হয়েছিল ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারও অনেকটা সেই একইরকম ভাবেই অনুষ্ঠান আয়োজিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন অনেকে। তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতবছর ভারতীয় সিনেমাগুলির মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রকারের পুরষ্কার পেয়েছিলেন বিশ্বজিৎ বোরা। ‘গড অন দা ব্যালকনি’ (বেলকনিতে ভগবান) সিনেমার জন্য এই পুরষ্কার দেওয়া হয়। আর সেরা চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল কাল্লা নোট্টাম (দা ফলস আই) সিনেমাটিকে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে কলকাতায় হবে গ্লোবাল মিউজ়িক ফেস্টিভ্যাল। রেড রোডে আয়োজিত হবে এই মিউজ়িক ফেস্টিভ্যাল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সঙ্গীতশিল্পীরা যোগ দেবেন এই ফেস্টিভ্যালে।

এর পাশাপাশি বিশ্ব বাংলা বিসনেসে সামিটেরও দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আজকের বিজয়া সম্মেলনী থেকে। আগামী বছরের ২০ এবং ২১ এপ্রিল আয়োজিত হয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য তিনি বিভিন্ন দেশে যাব। সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও অনুরোধ করেন বিদেশে তাঁর সঙ্গে যাওয়ার জন্য। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার অনেক পোটেনশিয়ালিটি রয়েছে, সেগুলি তুলে ধরতেই তিনি বিদেশ সফরে যাবেন।

এদিকে রাজ্যপালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছেন। রাজ্যপাল জানিয়েছেন, “আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব, সেই সব করব। আমি রাজ্যের হয়ে যাব এবং উদ্যোগপতিদের আমন্ত্রণ জানাব।”

আরও পড়ুন : Mamata Benerjee: বিদ্যাসাগর-রামমোহন চিন্তা করেছিলেন, ইমপ্লিমেনটশন করেছে আমাদের সরকার