AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কী কৌশল বিজেপির? সোমবার বৈঠকে শুভেন্দুরা

BJP: ৩০ দিনের জন্য সাসপেন্ড হওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম কয়েকদিন থাকতে পারবেন না শুভেন্দু, অগ্নিমিত্রারা। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপির বিধায়করা কোন কোন ইস্যুতে সুর চড়ান, সেদিকেই নজর থাকছে রাজনীতির কারবারিদের। তাঁদের মতে, সোমবারের বৈঠকের পরে হয়ত বিজেপির কৌশল সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে।

BJP: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কী কৌশল বিজেপির? সোমবার বৈঠকে শুভেন্দুরা
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2025 | 12:12 AM
Share

কলকাতা: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপি পরিষদীয় দলের অবস্থান কী হবে? তা নিয়ে সোমবার বেলা ৩টেয় বিজেপি পরিষদীয় দলের বৈঠক করার কথা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপি বিধায়কদের অংশগ্রহণ নিয়ে শুভেন্দু অধিকারীরা কী সিদ্ধান্ত নেবেন? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বাজেট অধিবেশন চলাকালীন গত ১৭ ফেব্রুয়ারি স্পিকারের প্রতি অভব্য আচরণের অভিযোগে ৩০ দিনের জন্য সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক। সেই দিনেই শুভেন্দুরা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে থাকলে তাঁরা বয়কট করবেন। বাকি সময় যেমনভাবে বিধানসভায় কাজে অংশ নেওয়া হয়, তেমনভাবেই নেবেন।

১৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ লগ্নে শুভেন্দু অধিকারীরা সাসপেন্ড হয়েছিলেন। তারপর বিরোধী দলনেতার ঘোষণা মতো ১৭ ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে বিজেপি বিধায়করা অধিবেশনে যোগ দিয়েছিলেন। ১৯ এবং ২০ তারিখ অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব এবং বাজেট আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়করা।

কিন্তু গত ১৮ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে থাকার সময় বয়কট করেছিল পদ্ম শিবির। সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। এবারও কি সেই একই পথেই হাঁটবেন বিজেপি বিধায়করা?না কি অন্য পথে হাঁটবেন, তার কৌশল সোমবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরে ঠিক হবে।

৩০ দিনের জন্য সাসপেন্ড হওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম কয়েকদিন থাকতে পারবেন না শুভেন্দু, অগ্নিমিত্রারা। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিজেপির বিধায়করা কোন কোন ইস্যুতে সুর চড়ান, সেদিকেই নজর থাকছে রাজনীতির কারবারিদের। তাঁদের মতে, সোমবারের বৈঠকের পরে হয়ত বিজেপির কৌশল সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে। তবে সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন স্বাভাবিক কাজকর্মে বিজেপি বিধায়করা অংশ নেবেন বলে সূত্রের খবর।