Sandeshkhali: ‘সঙ্গে আছি সন্দেশখালি’, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজভবনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
Sandeshkhali: এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ একেবারে মিছিল করে প্ল্যাকার্ড হাতে রাজভবনে যেতে দেখা যায় বিজেপি বিধায়কদের। রাজভবনের সিঁড়িতে বসে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, সঙ্গে আছি সন্দেশখালি।

কলকাতা: বিগত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালিতে। যা নিয়ে তপ্ত বাংলার রাজনৈতিক মহলও। এরইমধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোজা রাজভবনে চলে গেলেন বিজেপি বিধায়কেরা। সন্দেশখালি ইস্যুতে তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবেন বলে জানা যাচ্ছে। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ একেবারে মিছিল করে প্ল্যাকার্ড হাতে রাজভবনে যেতে দেখা যায় বিজেপি বিধায়কদের। রাজভবনের সিঁড়িতে বসে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, সঙ্গে আছি সন্দেশখালি। প্রসঙ্গত, এখনও খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের। গুরুতর অভিযোগ উঠেছে তাঁর দুই শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে।
শুভেন্দু অধিকারীদের অভিযোগ, শাহজাহানদের খুঁজে পায় না, কিন্তু সাধারণ মানুষ যখন আন্দোলন করে, যখন গণতন্ত্রের কথা বলে তখন তাঁদের একেবারে ভোর রাতে গিয়ে গ্রেফতার করে। বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের কায়দায় সন্দেশখালিকে ঘিরে ফেলার চেষ্টা করছে পুলিশ। সে কারণেই আট থেকে দশ জন আইপিএস অফিসার শুধুমাত্র সন্দেশখালিতে রয়েছেন। সে কারণেই জারি ১৪৪ ধারা।
শুভেন্দু অধিকারীদের দাবি, রাজ্যপাল নিজে গিয়ে দেখুন সন্দেশখালির পরিস্থিতি। সেই অনুযায়ী ব্যবস্থা নিন। সোজা কথায় সন্দেশখালিকাণ্ডে রাজ্য়পালের হস্তক্ষেপ চাইছে বিজেপি। তবে কী এবার দ্রুত অ্যাকশন মোডে দেখা যাবে বোসকে? উত্তর দেবে সময়। যদিও এদিন বড় হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে শুভেন্দুকে। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যপাল সন্দেশখালি নিয়ে হস্তক্ষেপ না করলে, শান্তি না ফেরালে সোমবার বিধানসভায় এসে বিক্ষোভ হবে। ১৪৪ ধারা ভেঙে বিজেপি বিধায়কেরা সন্দেশখালি যাবেন বলে এদিন সাফ জানিয়ে দেন শুভেন্দু।





