BJP State President: সুকান্তর ‘গলার হার’ কে পরবেন? শুভেন্দু, দিলীপ না লকেট! জোর জল্পনা
Suvendu Adhikari And Dilip Ghosh: নিয়ম অনুযায়ী একজন দুই পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে কে হতে পারেন বঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি? চর্চায় উঠে আসছে একগুচ্ছ নাম। তাঁরা কারা?
কলকাতা: মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। এবার কি বঙ্গ বিজেপি-র সভাপতির পদে রদবদল ঘটবে? আগামী দু’-আড়াই মাসের মধ্যে বঙ্গ বিজেপির সভাপতি বদল হবে বলে খবর। কারণ, নিয়ম অনুযায়ী একজন দুই পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে কে হতে পারেন বঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি? চর্চায় উঠে আসছে একগুচ্ছ নাম। তাঁরা কারা?
শুভেন্দু অধিকারী
সূত্রের খবর, এই মুহূর্তে আপাতত দু’টি নাম চর্চায় বেশি উঠে আসছে। একজন দিলীপ ঘোষ। অপরজন শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ হলেও শুভেন্দু অধিকারীর পরিশ্রম, কর্মীদের মধ্যে জনপ্রিয়তা, তৃণমূল বিরোধিতার চড়া সুর এই লড়াইয়ে নন্দীগ্রামের বিধায়ককে অনেকটাই এগিয়ে রাখছে। তাঁকেই পরবর্তী সভাপতি হিসাবে বেছে নিতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলে মত দলের একাংশের। সেক্ষেত্রে অবশ্য বিরোধী দলনেতার পদ থেকে সরতে হতে পারে শুভেন্দুকে।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষকে সভাপতি পদে চেয়েও জোরাল আওয়াজ উঠছে কর্মীদের মধ্যে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা ভোটে প্রায় দেড় লাখের বেশি ভোটে হারলেও অতীতের সাফল্য সভাপতি হওয়ার লড়াইয়ে দিলীপকে কিছুটা অগ্রসর করতে পারে বলে মত বিজেপির আরেক অংশের।
জ্যোতির্ময় সিং মাহাতো
চর্চায় উঠে এসেছে পুরুলিয়ার দু’বারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও। বর্তমান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাতেই উঠুক তাঁর ব্যাটন, ইতিমধ্যেই সেই বার্তা দলের শীর্ষ স্তরে দিয়েছেন সুকান্ত মজুমদার। এমনটাই খবর সূত্রের। এই জ্যোতির্ময় আবার কুড়মি সমাজের মানুষ। ফলে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দলের সভাপতির পদে পুরুলিয়ার সাংসদকে এনে কুড়মিদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনও বার্তা দিতে চান কি না, সেদিকেও নজর রয়েছে রাজনীতির কারবারিদের। তবে লোকসভা ভোটে জঙ্গলমহলে ভাল ফল হয়নি পদ্ম শিবিরের।
লকেট চট্টোপাধ্যায়
মহিলা মুখ হিসাবে লকেট চট্টোপাধ্যায়ের নামও জল্পনায় ভাসছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা হুগলির পরাজিত প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক মধুর। ফলে দলের অভ্যন্তরীণ সমীকরণেও কোনও সমস্যা হবে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মুখ হিসাবে সামনে আনা যাবে লকেটকে বলছেন বিজেপির কেউ কেউ।
মনোজ টিজ্ঞা
বিধানসভার বিরোধী মুখ্য সচেতক পদ থেকে সরছেন মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের সাংসদের নামও সভাপতি হিসাবে আলোচনায় উঠে এসেছে। সেক্ষেত্রে, তাঁর ভাবমূর্তি এবং দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে সু-সম্পর্ক সভাপতির নাম বাছাইয়ের আলোচনায় মনোজকে সামনে এনে ফেলেছে বলে খবর।
তবে চর্চায় থাকা নাম নাকি অন্য কেউ হবে ২০২৬ সালের বিধানসভার নৌকার ঘাটে পৌঁছানোর বিজেপির মাঝি, তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বদল নিশ্চিত বলছেন বিজেপি নেতৃত্ব। আরও কিছুদিন সংগঠনের দায়িত্ব সামলাতে চেয়েছিলেন সুকান্ত। তাঁর ঘনিষ্ঠ মহলে কান পাতলেই তা শোনা যায়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে সুকান্তকে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বেছে নেওয়ার আর সে সুযোগ পেলেন না বালুরঘাটের দুবারের সাংসদ।