Bengal BJP: বুধে কলকাতায় বিজেপির মহামিছিল, অগস্ট থেকেই বঙ্গে মোদী-শাহ-নাড্ডারা
Bengal BJP: ২০১৮ সালের ফলের নিরিখে এবারের ফল যেখানে যেখানে খারাপ, তা নিয়েও আলোচনা হয় এদিন। একইসঙ্গে ২০২৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি কোন পথে হেঁটে সংগঠনকে বাংলায় আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে, তারও একটা রূপরেখা এদিনের বৈঠকে উঠে এসেছে।
কলকাতা: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি (BJP)। পঞ্চায়েত ভোট পরবর্তী বাংলায় ফের মিছিলের ডাক রাজ্য বিজেপির। রাজ্যে সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১৯ জুলাই কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছে তারা। অন্যদিকে অগস্ট মাস থেকে বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। সুকান্ত মজুমদারের কথায় তেমনই ইঙ্গিত। পঞ্চায়েত ভোটের পর রবিবার বিজেপির পর্যালোচনা বৈঠক ছিল। আলোচনায় বারবার ভোটের সন্ত্রাস যেমন উঠে এসেছে, উঠে এসেছে বিজেপির সামগ্রিক ফল নিয়েও কাটাছেঁড়া। ২০১৮ সালের ফলের নিরিখে এবারের ফল যেখানে যেখানে খারাপ, তা নিয়েও আলোচনা হয় এদিন। একইসঙ্গে ২০২৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি কোন পথে হেঁটে সংগঠনকে বাংলায় আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে, তারও একটা রূপরেখা এদিনের বৈঠকে উঠে এসেছে। সংগঠনকে আরও বেশি করে মানুষমুখী করা, জেলায় জেলায় সংগঠনের ভিত কতটা শক্ত, সব নিয়েই আলোচনা হয় এদিন।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “সাংগঠনিক বৈঠক নিয়ে বাইরে আমি বলতে পারব না। এটুকু বলতে পারি এতদিন কী কাজ হয়েছে তার পর্যালোচনা, পঞ্চায়েত ভোটের পর্যালোচনা এবং তাকে পাথেয় করে আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরুকে সামনে রেখে এই বৈঠক হয়েছে।” সুকান্ত জানান, পঞ্চায়েত ভোটের জন্য বহু কর্মসূচি বিজেপি পালন করে উঠতে পারেনি। এবার তা শুরু হবে। নরেন্দ্র মোদীর সরকারের ৯ বছর পূর্ণ হওয়ার নানা কর্মসূচি রয়েছে তালিকায়।
একইসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আগামী ১৯ তারিখ আমরা কলকাতায় একটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাসের প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতেই এই বিরোধিতা হবে। পরে সবটাই জানিয়ে দেওয়া হবে।” অন্যদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা জেপি নাড্ডাদের জুন মাসে বাংলায় আসার সম্ভাবনা শোনা গেলেও ভোট ঘোষণা হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
সুকান্ত মজুমদারের কথায়, “অগস্ট থেকেই আমরা ভাবতে শুরু করছি। অগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন। পরবর্তী সময়ে সর্বভারতীয় সভাপতি, তারপর মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। লোকসভা ভোটকে সামনে রেখে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আসবেন। সাংগঠনিক বৈঠক করবেন তাঁরা। এইসঙ্গে পাবলিক র্যালিও হবে।” এদিনের বৈঠকে বিজেপির সাংগঠনিক জেলা ৪২ থেকে ৪৫ করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে নরেন্দ্র মোদীর সরকারের ৯ বছরের উদযাপনে ১৬ অগস্ট ১ হাজার সভা করার সিদ্ধান্তও হয়েছে। একইসঙ্গে পঞ্চায়েতে লড়াই দিয়েছেন এমন জয়ী বিজিত সমস্ত প্রার্থীকেই দলের তরফে সংবর্ধনা দেওয়া হবে। জেলায় জেলায় সেখানকার প্রার্থীদের নিয়ে সংবর্ধনা সভা আয়োজন করার নির্দেশও দিয়েছে বিজেপি নেতৃত্ব।