Amit Shah: ২৬-এ বাংলায় বিজেপিকে আনা কেন দরকার? বলে গেলেন শাহ

Amit Shah: রবিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) এ রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও এতদিন পশ্চিমবঙ্গে তা শুরু হয়নি। এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু করেন শাহ।

Amit Shah: ২৬-এ বাংলায় বিজেপিকে আনা কেন দরকার? বলে গেলেন শাহ
কী বললেন অমিত শাহ?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 6:17 PM

কলকাতা: লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে কয়েকদিন পরই রয়েছে পাঁচ জেলার ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। বাংলা সফরে এসে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। স্পষ্ট করে দিলেন, এ রাজ্যে অনুপ্রবেশ রুখতে হলে ২০২৬ সালে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।

রবিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) এ রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও এতদিন পশ্চিমবঙ্গে তা শুরু হয়নি। এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু করেন শাহ। এ রাজ্য থেকে এক কোটি সদস্য সংগ্রহ করার বার্তা দেন তিনি। বলেন, “অন্যান্য রাজ্যের তুলনায় দেরি করে শুরু হলেও আমার বিশ্বাস বাংলায় এক কোটি সদস্য সংগ্রহ করার সংকল্প পূরণ হবে।”

বাংলার যুব সমাজকে বিজেপির সদস্য হওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, “বিজেপির সদস্য হওয়া মানে সোনার বাংলার প্রক্রিয়ার অংশ হওয়া। বাংলায় বিজেপির সদস্য হওয়ার অর্থ তৃণমূল ও সিপিএমের আতঙ্ক থেকে মুক্ত হওয়ার যজ্ঞের অংশ হওয়া।” তিনি বলেন, “সোনার বাংলা গড়ার এখন একমাত্র বিকল্প বিজেপি সরকার।”

এই খবরটিও পড়ুন

এরপরই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য। এখানে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, তা রোখার একমাত্র রাস্তা ছাব্বিশ সালে বাংলায় বিজেপি সরকার আনা।” কাটমানি-দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, “এইসব রোখার একমাত্র রাস্তা ছাব্বিশে বিজেপিকে ক্ষমতায় আনা।” সন্দেশখালি ও আরজি করের কথা তুলে তিনি বলেন, “বাংলায় যেখানে মা-বোনেদের সম্মান নষ্ট করা হয়, তা সে সন্দেশখালি হোক কিংবা আরজি করের ঘটনা হোক, তা রুখতে একমাত্র রাস্তা বিজেপি সরকার।”

ছাব্বিশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার গঠন করবে বলে আশাবাদী অমিত শাহ। তিনি বলেন, “আমাদের কিছু আসন কমায় মমতাদিদি ভাবছেন উৎসাহ কমেছে বিজেপির। কিন্তু, আমরা সেই দল যারা ২ আসন পাওয়ার পর ৩৭০ আসন পাওয়ার ক্ষমতা রাখে।” তিনি জানান, “বিজেপির পরবর্তী সবচেয়ে বড় লক্ষ্য বাংলায় ২০২৬ সালে সরকার গঠন করা।”

আয়ুষ্মান ভারতের সুবিধা বাংলার মানুষ পান না বলে মন্তব্য করেন শাহ। তিনি বলেন, “আমাকে অনেকে বলছিলেন যে তাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না। আমি তাঁদের বলেছি, এতদিন অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করুন।”

অমিত শাহর মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এটা আকাশকুসুম কল্পনা। দিবাস্বপ্ন। কোনওদিনই পূরণ হবে না। আগেরবার বলেছিলেন ২০০ পার। কাছাকাছি আসতে পারেনি। বিজেপির আসনসংখ্যা কমছে বাংলায়। লোকসভায় ১৮ থেকে ১২ হয়েছে। ছাব্বিশে বিধানসভা নির্বাচনেও আসন কমবে।”

‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের
‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের
নেই শীত, নেই গ্রীষ্ম, বর্ষা এক দুনিয়া—এক ঋতুই ভরসা!
নেই শীত, নেই গ্রীষ্ম, বর্ষা এক দুনিয়া—এক ঋতুই ভরসা!
অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?
অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?
সত্যি কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের দ্বিতীয় স্বামী?
সত্যি কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের দ্বিতীয় স্বামী?
হাসিনার ইস্তফার 'প্রমাণ' নেই, একই পরিণতি হবে রাষ্ট্রপতির?
হাসিনার ইস্তফার 'প্রমাণ' নেই, একই পরিণতি হবে রাষ্ট্রপতির?
‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
ঘরে এল লক্ষ্মী, আনন্দের জোয়ারে ভাসছেন বলিপাড়ার এই অভিনেত্রী
ঘরে এল লক্ষ্মী, আনন্দের জোয়ারে ভাসছেন বলিপাড়ার এই অভিনেত্রী
'কিঞ্জলদাদের ভাইফোঁটা দিতে চাই', বিশেষ আর্জি শ্রুতির
'কিঞ্জলদাদের ভাইফোঁটা দিতে চাই', বিশেষ আর্জি শ্রুতির
উৎসবকে চ্যালেঞ্জ ছুড়ল দ্রোহের স্পর্ধা, কোন পথে মিলবে এই সমাধান?
উৎসবকে চ্যালেঞ্জ ছুড়ল দ্রোহের স্পর্ধা, কোন পথে মিলবে এই সমাধান?
Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়?
Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়?