Soumitra Khan: ‘যাঁরা পর্দার আড়ালে থেকে খেলছেন’, এবার কাদের তুলোধনা করলেন সৌমিত্র

Soumitra Khan: বাংলায় বিজেপির ফল নিয়ে সৌমিত্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। তৃণমূলের জেলাস্তরের লোকেরা তাঁকে ঘাসফুলে যোগ দেওয়ার জন্য ডাকাডাকি করছেন, সে কথাও বলেছেন সৌমিত্র। তারপর থেকেই জল্পনা-গুঞ্জন শুরু হয়েছিল।

Soumitra Khan: 'যাঁরা পর্দার আড়ালে থেকে খেলছেন', এবার কাদের তুলোধনা করলেন সৌমিত্র
সৌমিত্র খাঁImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 11:32 PM

কলকাতা: বিষ্ণুপুর থেকে আবারও ভোটে জিতেছেন সৌমিত্র খাঁ। কিন্তু বাংলা থেকে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। বেশ কিছু জায়গায় জেতা আসন হাতছাড়া হয়েছে। ১৮ থেকে আসন কমে হয়েছে ১২। বাংলায় বিজেপির ফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। তৃণমূলের জেলাস্তরের লোকেরা তাঁকে ঘাসফুলে যোগ দেওয়ার জন্য ডাকাডাকি করছেন, সে কথাও বলেছেন সৌমিত্র। তারপর থেকেই জল্পনা-গুঞ্জন শুরু হয়েছিল। তবে এবার সে বিষয়ে খোলসা করলেন বিষ্ণুপুরে বিজেপি বিজয়ী প্রার্থী নিজেই। তাঁর স্পষ্ট দাবি, ‘সৌমিত্র খাঁ কখনই বিক্রি হবে না।’

ফেসবুক হ্যান্ডেলে নিজের অবস্থান স্পষ্ট করে সৌমিত্র খাঁ লিখেছেন, “আমার যোগদানের পর থেকে কিছু জন আমাকে বিক্রি করার চেষ্টা করেছেন। কিন্তু, যাঁরা পর্দার আড়ালে থেকে এই খেলাটি খেলছেন তাঁদের জন্য আমি বলতে চাই যে, সৌমিত্র খাঁ কখনই বিক্রি হবে না। রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের জন্য লড়াই করে যাবে।” সৌমিত্র ওই ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি বিজেপির নিষ্ঠাবান কর্মী এবং বিজেপির সঙ্গেই রয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি ‘বিকশিত ভারতের’ স্বপ্নপূরণ করার পথে এগোতে চান, সে কথাও জানিয়েছেন সৌমিত্র।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছিলেন সৌমিত্র খাঁ। দলের একাংশের বিরুদ্ধে যে তাঁর মনে ক্ষোভ রয়েছে, সেটা সৌমিত্রের মন্তব্য থেকেই আভাস মিলেছিল। বলেছিলেন, ‘২৫ জনের যে কোর কমিটি তৈরি হয়েছিল, তার মধ্যে হয়ত ২০ জনই অযোগ্য লোক। যার ফল দল ভোগ করছে।’ সৌমিত্র আরও বলেছিলেন, ‘বাংলার লড়াকু নেতাদের দায়িত্ব দিতে হবে। তাহলে বাংলায় বিজেপি খুব ভাল জায়গায় থাকবে। আর যদি তোষামোদি লিডার দেওয়া হয়, তাহলে জেনে রাখুন আমরা বাংলায় ভাল জায়গায় থাকব না।’