Student dead body recovered: আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকার সঙ্গে মলোমালিন্যের জের?

Ranjit Dhar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 26, 2024 | 7:28 AM

Student dead body recovered: পুলিশ সূত্রে খবর, প্রেমিকার সঙ্গে মলোমালিন্য হয়েছিল আবদুলের। তার জেরেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Student dead body recovered: আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকার সঙ্গে মলোমালিন্যের জের?
মৃত পড়ুয়া আবদুল রহমান

Follow Us

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম আবদুল রহমান। বছর চব্বিশের ওই পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গতকাল রাত সাতে সাতটা নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৮ তলা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন আবদুল। মালদার এই যুবক আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে পড়াশোনা করতেন। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় আবদুলকে ডাকাডাকি করেন সহপাঠীরা। কিন্তু, তাঁর কোনও সাড়াশব্দ পাননি। তখন রুমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে আসে টেকনোসিটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকার সঙ্গে মলোমালিন্য হয়েছিল আবদুলের। তার জেরেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আবদুলের সহপাঠীদেরও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Next Article