Gold Recovered : বিএসএফের অভিযানে সাফল্য, ফের ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার প্রায় দেড় কোটির সোনা
Gold Recovered : বিগত কয়েক মাসে সীমান্ত এলাকায় লাগাতার সোনা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে।

কলকাতা : কয়েকদিন আগে সীমান্তে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে থাকা বিএসএফ (BSF) জওয়ানরা জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে ২২ টি সোনার বিস্কুট (Gold Biscuits) সহ দুই চোরাকারবারীকে আটক করে। বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন ২.৫৬৬ কেজির সোনা। যার আনুমানিক মূল্য ১,৪৪,০১,৫৭১ টাকা। এবার ফেরউত্তর ২৪ পরগনার বাগদার বর্ডার আউট পোস্ট মালিদা সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর সোনার বিস্কুট। সূত্রের খবর, এদিন ওই এলাকা থেকে ২৩টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে বিএসএফ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
চোরাকারবারিরা এসব বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল বলে জানা যাচ্ছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারের বিষয়ে এদিন সকালেই তাঁদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল। সেই খবর পাওয়ার পর থেকেই পাচারকারীদের ধরতে কষা হয়েছিল ছক। খানিক পরেই জওয়ানরা দেখেন, বাংলাদেশের দিক থেকে ফেন্সিংয়ের কাছে এক ব্যক্তি আসছেন। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। জওয়ানরা তাকে থামতে বললে তিনি ফেন্সিং উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে বাংলাদেশের দিকে ফিরে যায়। এরপরে জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা একটি প্যাকেট থেকে ২৩ টি সোনার বিস্কুট উদ্ধার করে। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাঁদের কোম্পানি কমান্ডারকেও বিষয়টি জানান। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়।
বাজেয়াপ্ত সোনার ওজন ২,৬৮৩.০৪ গ্রাম। যার মোট মূল্য ১,৪৩,৫৭,০৫৪ টাকা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওই সোনা বাগদা কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বিগত কয়েক মাসে সীমান্ত এলাকায় লাগাতার সোনা উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে। সতর্ক রয়েছে বিএসএফ। পাচারকারীদের ধরতে রোজই পাতা হচ্ছে নিত্যনতুন ফাঁদ।





